জামায়াতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেনা বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২৩ নভেম্বর) ঢাকায় কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
পরওয়ার বলেন, ‘সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে টেকনিক্যাল সাপোর্ট তারা দেবেন এমন কথা হয়েছে।’
গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়েছে, সঙ্গে এসেছে সংস্কার ইস্যুও এই বিষয়গুলো জনগণের সামনে আনার ব্যাপারেও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘আমরাও দেখছি না যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে। আবার আমরা ভাগ বাটোয়ারার রাজনীতি করি না।’
জেনোসাইডের হুমকি জনগণ ভালোভাবে নেবে না, জামায়াত আমিরকে রিজভী