ঢাকা
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ

বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১২:২৬ এএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদেরকে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। ভালভাবে লেখাপড়া করে মানবিক ও কৃতজ্ঞ মানুষ হতে হবে এবং বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে।’

 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের জেলা পরিষদ অডিটোরিয়ামে নগরকান্দা উপজেলা কলেজ ও পৌর ছাত্রদলের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলা এবং আলগী ও হামিরদী ইউনিয়নের ২০২৫ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

 

নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বান রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, নগরকান্দা পৌর ছাত্রদলের আহ্বায়ক সুজন, নগরকান্দা কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমান, অভিভাবিকা রুকসানা খানম, কৃতি শিক্ষার্থী কামনা প্রমুখ। 

 

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৫২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি শামা ওবায়েদ।

HN
আরও পড়ুন