এনসিপির নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ‘থিম সং’ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে আনুষ্ঠানিকভাবে এই গানটির উদ্বোধন করা হয়।

দলের নির্বাচনী থিম সং উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘যেখানে আমাদের জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকেই আমরা নির্বাচনী অগ্রযাত্রার এই বিশেষ গানটি প্রকাশ করতে চেয়েছি। আমরা কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে এই আয়োজন করিনি। আমরা চাই, আমাদের প্রতিটি পদক্ষেপে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকুক।’

এনসিপির মুখপাত্র বলেন, ‘আমরা মনে করছি, এখানে সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষজন আছেন। আমাদের হরিজন সম্প্রদায়ের মানুষজন আছেন এবং আমরা তাদের রিপ্রেজেন্ট (ধারণ) করি। আমরা তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের থিম সং লঞ্চ করতে চেয়েছি। এমন কোনো জায়গায় লঞ্চ করতে চাইনি, যেখানে তাদের প্রবেশের অধিকার নেই।’

তিনি বলেন, ‘সমাজের সর্বস্তরের নাগরিকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই আমাদের শক্তি। জনগণের প্রবেশাধিকার সীমিত, এমন কোনো জায়গায় আমরা রাজনীতিকে বন্দি রাখতে চাই না। আজ শাহবাগে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, তারা নতুন ধারার রাজনীতি চায়।’

অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের পার্টি নির্বাচনে কী কী কনসেপ্ট (ধারণা) নিয়ে আসছে এবং একইসঙ্গে শাপলা কলিকে পরিচিত করানো—এই সবকিছু মিলিয়ে আজকের এই থিম সং। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো আউটপুট (ফল) পেতে। আপনাদের সবার ভালো লাগবে, এই প্রত্যাশা রাখছি।’

‘থিম সং’ উদ্বোধন অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

HN
আরও পড়ুন