প্রতিটি মুহূর্তে আমাদের ওপর আল্লাহর পরিপূর্ণ নিয়ন্ত্রণ বিরাজমান। জীবন কখনো স্থির থাকে না। ভাগ্য পরিবর্তনের দোয়া হলো সেই ইলাহি সাহায্য প্রার্থনা, যা মনকে শান্তি দেয় এবং জীবনের কঠিন পরিস্থিতি থেকে আল্লাহর করুণা প্রার্থনায় শক্তি যোগায়।
মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে তিনি মহাখুশি হন। এমনকি বান্দার চাওয়ায় মহান আল্লাহ বান্দার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেন। হাদিসে নববিই যারা প্রমাণ; রাসুলুল্লাহ (সা.) বলেছেন— ‘দোয়া ছাড়া অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ছাড়া অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। (তিরমিজি ২১৩৯)
তাই ভাগ্য বদলে নবীজি (সা.) থেকে বর্ণিত দোয়াটি বেশি বেশি পড়ুন—ِ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-য়ি, ওয়া দারাকিশ শাকা-য়ি, ওয়া সু-ইল কাযা-য়ি, ওয়া শামাতাতিল আদা-য়ি।’
অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং বিপদে শত্রুর আনন্দিত হওয়া থেকে আশ্রয় চাই।’ (বুখারি ৬৩৪৭, মুসলিম ২৭০৭)
দুনিয়া ও আখেরাতের যে কোনো কল্যাণে পড়ুন কুরআনে বর্ণিত এ দোয়া—
উচ্চারণ: ‘রাব্বানা আতিনা ফিদ-দুনইয়া হাসানাতাও ওয়া ফিল-আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আজাবান-নার।’
অর্থ: হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আগুনের আজাব থেকে রক্ষা করুন।’ (সুরা বাকারা: আয়াত ২০১)
ভাগ্য পরিবর্তনের দোয়া কেবল একটি শব্দের পুনরাবৃত্তি নয়; এটি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ধৈর্য ও পরিশ্রমের সংমিশ্রণ। নিয়মিত এই দোয়া করার মাধ্যমে জীবনের যেকোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করার মানসিক শক্তি অর্জন সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে সুখ ও সমৃদ্ধি দান করুন। আমিন।
ভারতে চিকিৎসকের হিজাব ধরে টান দিলেন বিহারের মুখ্যমন্ত্রী, সমালোচনার ঝড়