বন্ধু নির্বাচনে যেসব বিষয় খেয়াল রাখা উচিত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ এএম

ইসলাম শুধু মানুষকে নামাজ-রোজার দিকেই আহ্বান করে না, বরং মানুষের সঙ্গ, পরিবেশ ও চরিত্র গঠনের প্রতিও অত্যন্ত গুরুত্ব দিয়ে আহ্বান করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

‘মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে উঠে। সুতরাং তার বন্ধু নির্বাচনের সময় এ বিষয়ে খেয়াল রাখা উচিত, সে কাকে বন্ধু নির্বাচন করছে।’ (তিরমিজি ২৩৭৮, আবু দাউদ ৪৮৩৩, মিশকাত ৫০১৯)

অন্য হাদিসে নবী (সা.) আরও বলেন—

‘মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে না এবং তোমার খাদ্য আল্লাহভীরু লোক ছাড়া যেন অন্য কেউ না খায়।’ (তিরমিজি ২৩৯৫, আবু দাউদ ৪৮৩২, মিশকাত ৫০১৮)

শুধু তা-ই নয়, বন্ধুত্ব করার আগে যার সঙ্গে বন্ধুত্ব করবেন তার পরিচয় জেনে নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন নবিজী (সা.)। হাদিসে পাকের বর্ণনায় নবিজী (সা.) বিষয়টি এভাবে তুলে ধরেছেন—

‘যখন কোনো মানুষ কোনো মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব (বন্ধুত্ব) স্থাপন করে, সে যেন তার নাম, তার পিতার নাম এবং (সে) কোন গোত্রে জন্মলাভ করেছে তা জিজ্ঞাসা করে নেয়। কেননা এটা বন্ধুত্বকে সুদৃঢ় করে।’ (তিরমিজি, মিশকাত ৫০২০)

অর্থাৎ, মানুষের চরিত্র, চিন্তাধারা ও আমল অনেকাংশেই নির্ভর করে তার সঙ্গের ওপর। যেমন সুগন্ধির দোকানে গেলে অল্প হলেও সুবাস লেগে যায়, আর কামারের দোকানে গেলে আগুনের আঁচ বা পোড়া গন্ধ লাগার আশঙ্কা থাকে।

আজকের সমাজে আমরা অনেক সময় ভাবি— ‘আমি ভালো থাকব, অন্যরা যেমনই হোক।’ কিন্তু বাস্তবতা হলো— পরিবেশ ও সঙ্গ ধীরে ধীরে মানুষের ভেতরে প্রভাব ফেলে। নামাজি মানুষ যদি নিয়মিত উদাসীনদের সঙ্গে মেশে, তবে তার আমলেও শৈথিল্য আসতে পারে। ঠিক যেমন সেই মনোযোগী ছাত্রদের একাগ্রতা নষ্ট হয়ে গিয়েছিল। তাই ইসলাম আমাদের শিক্ষা দেয়—

> ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করতে

> নেক পরিবেশে নিজেকে রাখতে

> আর এমন সঙ্গ থেকে দূরে থাকতে, যা ঈমান ও চরিত্র দুর্বল করে

যেমন মহান আল্লাহ তাআলা বলেন—

‘যারা তাদের রবকে ডাকে— তাদের সঙ্গেই নিজেকে ধরে রাখো।’ (সুরা কাহফ: আয়াত ২৮)

HN
আরও পড়ুন