ঘর তখনই পূর্ণতা পায়, যখন সেখানে মায়ের উপস্থিতি থাকে। মায়ের কণ্ঠস্বর, দোয়া, স্নেহ—এসবই ঘরকে জান্নাতের ছায়া এনে দেয়। একজন সন্তান হিসেবে আমরা অনেক সময় বুঝতে পারি না— ঘরে মায়ের উপস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামত চলে গেলে, পুরো ঘর শূন্যতায় ভরে যায়।
এই উপলব্ধি থেকেই হৃদয় থেকে উঠে আসে এই দোয়া—‘হে আমার রব, আপনি আমার মাকে হেফাজত করুন, তার আয়ু দীর্ঘ করুন এবং ঘর থেকে তার কণ্ঠস্বর কখনো বিচ্ছিন্ন করবেন না।’
কুরআনের আলোকে মায়ের মর্যাদা
১. মায়ের কষ্ট ও ত্যাগের স্বীকৃতি
আল্লাহ তাআলা বিশেষভাবে মায়ের কষ্টকে আলাদা করে উল্লেখ করেছেন, কুরআনের বর্ণনাই যার বলিষ্ঠ প্রমাণ।
আল্লাহ তাআলা বলেন—‘আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে বহন করেছে দুর্বলতার ওপর দুর্বলতা নিয়ে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে।’ (সুরা লুকমান: আয়াত ১৪)
২. মায়ের প্রতি সদাচরণ আল্লাহর নির্দেশ
তাওহিদ তথা আল্লাহর একত্ববাদের পরেই আল্লাহ তাআলা মাতা-পিতার হকের কথা উল্লেখ করেছেন। তাদের প্রতি সদাচরণ করতে বলেছেন।
আল্লাহ তাআলা বলেন—‘তোমার রব আদেশ করেছেন— তোমরা তার ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা-মাতার সঙ্গে সদাচরণ করবে।’ (সুরা আল-ইসরা: আয়াত ২৩)
হাদিসে মায়ের মর্যাদা ও অবস্থান
৩. মায়ের পায়ের নিচে জান্নাত
মায়ের সেবা ও সন্তুষ্টিতেই সন্তানের জন্য জান্নাতের দরজা খোলা থাকে। রাসুলে আরাবি (সা.) বলেছেন— ‘মায়েদের পায়ের নিচে (সন্তানের) জান্নাত।’ (নাসাঈ ৩১০৪)
৪. সবচেয়ে বেশি সদ্ব্যবহার পাওয়ার অধিকার কার?
এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ‘হে আল্লাহর রাসুল (সা.)! আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে?’
তিনি বললেন, ‘তোমার মা।’
সে বলল, ‘এরপর কে?’
তিনি বললেন, ‘তোমার মা।’
সে বলল, ‘এরপর কে?’
তিনি বললেন, ‘তোমার মা।’
সে বলল, ‘এরপর কে?’
তিনি বললেন, ‘এরপর তোমার পিতা।’ (বুখারি ৫৯৭১)
ঘরে মায়ের উপস্থিতির প্রয়োজনীয়তা
৫. মায়ের কণ্ঠস্বর ঘরের রহমত
> মায়ের দোয়া সন্তানকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে
> তার কণ্ঠস্বর ঘরে বরকত আনে
> তার উপস্থিতিতে ঘর নিরাপদ ও শান্ত থাকে
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—‘তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয়… তার মধ্যে একটি হলো— সন্তানের জন্য পিতা-মাতার দোয়া।’ (তিরমিজি ১৯০৫)
৬. মা জীবিত থাকা মানেই নাজাতের সুযোগ
মা জীবিত থাকা মানে—
> জান্নাত অর্জনের সুযোগ এখনো খোলা
> তওবার দরজা এখনো সহজ
> আল্লাহর রহমত হাতের নাগালে
৭. মায়ের জন্য কুরআনি দোয়া
উচ্চারণ: ‘রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা।’
অর্থ: ‘হে আমার রব! আপনি তাদের প্রতি দয়া করুন, যেমন তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।’ (সূরা আল-ইসরা: আয়াত ২৪)
ঘরে মায়ের উপস্থিতি কোনো সাধারণ বিষয় নয়— ঘরে মায়ের উপস্থিতি আমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। যে ঘরে মায়ের কণ্ঠস্বর থাকে, সে ঘর কখনো পুরোপুরি অন্ধকার হয় না।
আজ বিকেলে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা 