আজ কখন কোন ওয়াক্তের নামাজ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

জুমা- ১২টা ১৫ মিনিট

আসর- ৪টা ০৬ মিনিট

মাগরিব- ৫টা ৪৫ মিনিট

এশা- ৭টা

ফজর (আগামীকাল শনিবার)- ৫টা ২৫ মিনিট।

উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-

বিয়োগ করতে হবে

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

যোগ করতে হবে

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

SN
আরও পড়ুন