মসজিদে নববীতে প্রতিদিন ৩০ হাজার লিটার (৩০ টন) সুগন্ধি ব্যবহার করা হয়।
মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের উপপ্রধান ফাওজি আল হুজাইলি বলেছেন, প্রতিদিন মসজিদে নববীতে যে পরিমাণ সুগন্ধি ব্যবহার করা হয় সেটি ৩০ টনে পৌঁছেছে।
মসজিদের কার্পেট পরিষ্কারের জন্য ১১৫ টন ও মেঝে পরিষ্কারের জন্য ১১০ টন জীবাণুনাশক ব্যবহার করা হয়।
তিনি বলেন, খুব দক্ষ কর্মীদের দ্বারা যন্ত্রের মাধ্যেম এসব কাজ করা হয়ে যাকে।
সূত্র : গালফ নিউজ
