ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আম বয়ানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৫ এএম

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাওলানা আহম্মেদ বাটলারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ পর্ব। 

এরপর সকাল ১০টায় বয়ান করবেন মাওলানা জিয়াউল হক,  জুমার নামাজ পড়াবেন মাওলানা যোবায়ের। জুমার পর বয়ান করবেন জর্দানের খ‌তিব ওমর, আসরের পর মাওলানা যোবায়ের ও মাগ‌রিবের পর মাওলানা আহম্মেদ লাট বয়ান করবেন। 

প্রথম পর্বের ইজ‌তেমার মি‌ডিয়া সমন্বয়কারী জহির ইবনে মুস‌লিম এ তথ‌্য নি‌শ্চিত করেন।

এরই মধ্যে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন। ময়দানে উপস্থিত হয়েছেন ৩৬ দেশের ৭৫৯ জন বিদেশি। ৩৬টি দেশের মধ্যে ভারত পাকিস্তান, কুয়েত, সৌদি আরব,  আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিজস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য অন্যতম।  

এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। খিত্তার পাশে পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

ইজতেমার প্রথম পর্বে নিরাপত্তায় র‍্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ছয় হাজার পুলিশ সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মাহাবুব আলম। 

উল্লেখ্য, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার (৪ ফেব্রুয়ারি)। এরপর তিন দিন বিরতির পর দ্বিতীয় পর্বে ইজতেমা শুরু হবে শুক্রবার (৮ ফেব্রুয়ারি)।

Jm/MR/WA/SA
আরও পড়ুন