গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার দ্বিতীয় দিনের আম বয়ান চলছে। এ বয়ান শুনছেন তাবলীগের সাথীরা। জোড়ে উপস্থিত সবাই তাবলীগের তিন চিল্লার সাথী।
বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ স্থানীয় মুরুব্বি অংশগ্রহণ করেছেন। প্রায় দুই লাখ মানুষের উপস্থিতির হয়েছে এই জোড় ইজতেমায়।
শনিবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের ছয় সিফাতের বয়ানের মধ্য দিয়ে জোড় ইজতেমার দ্বিতীয় দিন শুরু হয়। সকাল ১০টা থেকে কারগুজারীর আমল শুরু হয়েছে। বাদ আছর বয়ান করেন মাওলানা ফারুক ও ভারতের মাওলানা ইবরাহিম দেউলা বাদ মাগরিব বয়ান করবেন।
৩ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে জোড়ের সমাপ্তি ঘটবে।
জোড় হলো, তাবলীগ জামাতের একটি বিশেষ পরিভাষা। বিশ্ব ইজতেমার আগে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। তাবলীগ জামাতের সব সাথী জোড়ে অংশগ্রহণ করতে পারেন না।
শুধুমাত্র তিন চিল্লার সাথীদের নিয়ে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। জোড়ের পর শুরু হয় বিশ্ব ইজতেমার প্রস্তুতি, এখান থেকে কিছু জামাত দেশের নানা প্রান্তে চলে যান দ্বীনের দাওয়াত নিয়ে, আর পর্যায়ক্রমে কিছু জামাত ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ করতে থাকেন।
