রোজা অবস্থায় অনেকের ইনসুলিন নেওয়ার প্রয়োজন হতে পারে। তারা কি তখন ইনসুলিন নিতে পারবেন? অনেকের মনেই সংশয় থাকে। ইনসুলিন নিলে যদি রোজা ভেঙে যায়। জেনে রাখা দরকার, কোন কোন ক্ষেত্রে রোগী ইনসুলিন নিলে রোজার ক্ষতি হয় না বা রোজা নষ্ট হয় না।
রোজা অবস্থায় ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নেওয়া যাবে। এ কারণে রোজার ক্ষতি হবে না। একইভাবে রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলেও রোজা নষ্ট হয় না।
কেউ যদি ইনজেকশন বা ইনসুলিন নেওয়ার পর রোজা ভেঙে গেছে ভেবে অন্য কোনো খাবার খেয়ে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। তবে যেহেতু ভুল জেনে রোজা ভেঙে গেছে ভেবে খেয়েছেন, তাই কাফফারা ওয়াজিব হবে না, শুধু কাজা ওয়াজিব হবে।
কারণ, ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না এবং গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করে না। (ইবনে আবিদিন, খণ্ড : ৩, পৃষ্ঠা : ৩৬৭; ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান, পৃষ্ঠা : ৩২৭)
