ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রোজা অবস্থায় খাবারে লবণ দেখা যাবে কি

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১:৪২ এএম

রমজান মাসে অনেক সময় খাবারের স্বাদ বা তরকারির লবণ হয়েছে কিনা তা চেখে দেখার প্রয়োজন হয়। এটা করলে কি রোজা ভেঙে যাবে?

রমজানে রোজা রেখে প্রয়োজনে তরকারির লবণ বা স্বাদ চেখে দেখা যাবে এবং একান্ত প্রয়োজন হলে খাবারের স্বাদ পরীক্ষা করা যাবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। এমনকি বিশেষ প্রয়োজনে কোনো শিশু বা বৃদ্ধকে কোনো খাবার জাতীয় কিছু চিবিয়ে দিলেও রোজার কোনো ক্ষতি হবে না।

তবে এ অবস্থায় কুলি করে নেওয়া ভালো। কুলি না করলেও ক্ষতি হবে না; বরং থুথু ফেলে দিলেই চলবে। তবে বিনা প্রয়োজনে কোনো বস্তু মুখে নেওয়া, কোনো বস্তুর স্বাদ আস্বাদন করা বা চিবানো মাকরুহ; আর তা গলার ভেতর চলে গেলে রোজা ভেঙে যাবে। (ফতোয়ায়ে শামি)

MB/AST
আরও পড়ুন