ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নামাজের স্থান খুঁজতে সৌদিতে অভিনব অ্যাপ চালু

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৬:৪২ পিএম

নামাজের স্থান খুঁজতে এবার এক অভিনব অ্যাপ চালু করেছে সৌদি সরকার। ‘স্ট্যাটাস অব প্রেয়ার প্লেসেস’ নামে এই অ্যাপের মাধ্যমে মুসল্লিরা মসজিদে নববিতে নামাজের স্থান সংকুলান সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। রোববার (১৭ মার্চ) গালফ নিউজ এ তথ্য জানায়।

গালফ নিউজ জানায়, মসজিদে নববিতে মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজের জায়গায় যাওয়ার নির্দেশনা দিতে মসজিদের দায়িত্বে থাকা সৌদি রাষ্ট্রীয় সংস্থা অ্যাপটি চালু করেছে। এর মাধ্যমে মুসল্লিরা মসজিদে যাওয়ার আগে সেখানে স্থান ফাঁকা আছে কিনা সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।

মসজিদে নববির দেখাশোনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বলছে, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় এই অ্যাপ পাওয়া যাবে। নামাজের সময়ে মসজিদের বিভিন্ন অংশে ধারণক্ষমতার অবস্থা বোঝাতে অ্যাপে বিভিন্ন রঙ ব্যবহার করা হবে। সবুজ রঙ মানে জায়গাটি খালি আছে; হলুদ মানে ভিড় আছে; গোলাপি মানে মানুষে পূর্ণ; ধূসর মানে হলো সেখানে যাওয়া যাবে না।

এই অ্যাপ পরিষেবার মাধ্যমে মুসল্লিরা সহজে মসজিদে প্রবেশ করতে পারেন এবং মসজিদ থেকে বের হতে পারেন। এছাড়াও ইসলামের পবিত্র মাস রমজানের সময় ভিড়কে সুশৃঙ্খল রাখার পরিকল্পনায় সহায়তা করবে। সূত্র: গালফ নিউজ। 

 

AS/SA
আরও পড়ুন