দড়জায় দাঁড়িয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয়ে রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। সেখানে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
এবারের বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ।
এরপর সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপ শুরু হবে যা বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।
তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুতির শেষপর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরী হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা, মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান সেতু নির্মান করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিএ ১টি ব্রিজ নির্মাণ করেছে। এছাড়া ইজতেমা ময়দানে সিটি টিভি স্থাপন করেছে র্যাব।
এ প্রসঙ্গে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, 'ইজতেমা ময়দানের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করি, আগামী শুক্রবার ইজতেমা শুরুর আগে সব কাজ শেষ হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। এবার প্রায় সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সেই সঙ্গে ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষনসহ পুরো ময়দান ও আশপাশ এলাকা সিটি টিভির আওতায় আনা হয়েছে।
তিন পর্বে হবে বিশ্ব ইজতেমা