আজকের নামাজের সময়সূচি 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ এএম

নামাজ দ্বীনের খুঁটি। নামাজ মুমিনের নূর, শ্রেষ্ঠ ইবাদাত, বেহেশতের চাবি। নামাজ মুমিনের পরিচয়, চেহারার উজ্জ্বলতা। নামাজ দিলের নূর, শরীরের আরাম, সুস্বাস্থ্যের কারণ। নামাজ কবরের সঙ্গী, আল্লাহর রহমত লাভের মাধ্যম, আল্লাহর সন্তুষ্টির কারণ। নামাজ দোযখের প্রতিবন্ধক, দোয়া কবুলের মাধ্যম। নামাজ অত্যাধিক নেক অর্জনের হাতিয়ার।

আজ শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ইংরেজি, ১৩ বৈশাখ ১৪৩২ বাংলা, ২৮ শাওয়াল ১৪৪৬ হিজরি। ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি দেওয়া হলো।

আজকের নামাজের সময়সূচি

জোহর- ১২ টা । আসর- ৪টা ৩১ মিনিট। মাগরিব- ৬টা ২৮ মিনিট। ইশা- ৭টা ৪৫ মিনিট।

ফজর (আগামীকাল রোববার) - ৪টা ৮ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-

বিয়োগ করতে হবে :  

চট্টগ্রাম: -০৫ মিনিট। সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে: 

খুলনা: ০৩ মিনিট। রাজশাহী: ০৭ মিনিট। রংপুর: ০৮ মিনিট। বরিশাল: ০১ মিনিট।

আজ সূর্যাস্ত- ৬টা ২৬ মিনিট। আজ সূর্যোদয়- ৫টা ২৮ মিনিট।

তথ্য: ইসলামিক ফাউন্ডেশন

RA