ঢাকা
সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

সৌদি আরব পৌঁছেছেন আরও ৪৮৬৬১ হজযাত্রী

আপডেট : ১৭ মে ২০২৫, ০৯:৪৫ পিএম

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৮ হাজার ৬৬১ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শনিবার (১৭ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১২৩টি ফ্লাইটে ৪৮ হাজার ৬৬১ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনসের ৪১টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। 

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত সাত জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

AA/AHA
আরও পড়ুন