পাঁচজন ব্রিটিশ মুসলিম যুবকের এক দুঃসাহসিক ও অভূতপূর্ব অভিযাত্রা বর্তমানে সকলের নজর কেড়েছে। যুক্তরাজ্য থেকে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে তাদের হজ পালন করতে যেতে হচ্ছে।
ইতোমধ্যে তারা সৌদি আরবের সীমানায় পৌঁছার কাছাকাছি রয়েছে এবং আশা করা হচ্ছে, যথাসময়ে মক্কায় পৌঁছে এবারের হজে অংশ নিতে পারবেন তারা। সূত্র: দ্য মুসলিম গাইড।
এই ব্যতিক্রমধর্মী হজযাত্রীদের মধ্যে রয়েছেন আব্দুল ওয়াহিদ, তাওসিফ আহমদ, জোডি ম্যাকইনটায়ার, ডব্বির উদ্দিন ও তাহের আখতার। তারা চলতি বছরের ১ এপ্রিল ইংলিশ চ্যানেল থেকে যাত্রা শুরু করেন। এরপর ইউরোপ এবং উত্তর আফ্রিকার জলপথ পাড়ি দিয়ে বর্তমানে লোহিত সাগরের পথে রয়েছেন। এরই মধ্যে তারা পেরিয়ে এসেছেন মার্সেই, কর্সিকা, সারডিনিয়া, সিসিলি দ্বীপ ও সুয়েজ খাল।
দলের অন্যতম সদস্য আব্দুল ওয়াহিদ জানান, প্রাচীন যুগের হজযাত্রীদের থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা এই যাত্রার পরিকল্পনা করেছি। এই পথচলায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, যা আমাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।
সমুদ্রপথের এই হজযাত্রার সঙ্গে তারা একটি চ্যারিটি মিশনও যুক্ত করেছেন। এর আওতায় ফিলিস্তিন, লেবানন, পাকিস্তান, উগান্ডা ও সিরিয়ার শরণার্থী এবং এতিম শিশুদের জন্য অর্থ সংগ্রহ করেছেন তারা।
দলটি ১৯৭৮ সালের একটি পুরোনো নৌকায় চড়ে যাত্রা করেছে। পথিমধ্যে খালের ব্লকেজ, নৌকার ফুটো হয়ে ডুবে যাওয়ার সম্ভাবনাসহ নানা বিপদের সম্মুখীন হয়েছেন তারা। তবে এসব প্রতিকূলতা তাদের যাত্রা থেকে বিরত রাখতে পারেনি।
ওয়াহিদ বলেন, আমাদের কেউই এর আগে কখনো নৌকা চালাইনি। যাত্রার আগে ছয় মাসের প্রস্তুতির অংশ হিসেবে নৌচালনার প্রশিক্ষণ নিই এবং এক সপ্তাহ সাগরে থেকে চর্চা করি। আলহামদুলিল্লাহ, এখন আমরা স্বপ্নের খুব কাছাকাছি।
জিলহজ মাসের ফজিলতপূর্ণ আমল রোজা
দুই ভাই মিলে এক নামে কোরবানি দেওয়া যাবে কি, জানালেন শায়খ আহমাদুল্লাহ