ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মসজিদুল হারামে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়

আপডেট : ০৬ জুন ২০২৫, ১০:৩৭ এএম

সৌদি আরবের মক্কায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

আজ শুক্রবার (০৬ জুন) স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে মক্কার পবিত্র মসজিদুল হারামে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে হারামে নামাজ পড়ান প্রসিদ্ধ কারি শায়খ ড. মাহের ইবনে হামাদ আল-মুয়াইকিলি।

ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে পবিত্র মসজিদুল হারামে জড়ো হন সৌদি নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ হজ পালনে আসা বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

সব ভেদাভেদ ভুলে বিশ্বের সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

RF
আরও পড়ুন