ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হারামাইনে আজ জুমার নামাজের ইমামতি করবেন যারা

আপডেট : ২০ জুন ২০২৫, ০১:৪০ পিএম

সৌদি আরবের মক্কার অবস্থিত মসজিদে হারাম ও মদিনা শহরে মসজিদে নববিতে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। শুক্রবার (২০ জনু) ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক আরবী ১৭ জিলহজ ১৪৪৬ হিজরিজর জুমা নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মক্কার মসজিদে হারামে ইমামতি করবেন ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারি এবং মসজিদে নববিতে জুমার পড়াবেন প্রবীণ আলেম ও কারি শায়খ আলি আল-হুজায়ফি। তথ্য ইনসাইড দ্য হারামাইন

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ উসামাহ খাইয়াত। তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল গনি। ১৯৫৬ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।

শায়খ উসামাহ ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৮২ ও ১৯৮৮ সালে। তার বাবা শায়খ আব্দুল্লাহ মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে শায়খ উসামাহও মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। 

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ হুসাইন ইবনে আব্দুল আজিজ আলে শায়খ। তার জন্ম সৌদি আরবের বনি তামিমে, তিনি শায়খ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের ভবিষ্যত বংশধর। সৌদি আরবে ইসলামি আইন প্রতিষ্ঠা ও ইসলামি জ্ঞানের চর্চা ক্ষেত্রে তার পরিবার বিশেষভাবে পরিচিত ও প্রভাবশালী।

শেখ আবদুল্লাহ আল জিবরিন ও শেখ আবদুল আজিজ দাউদের মতো বহু বিখ্যাত আলেমদের কাছ থেকে তিনি ফিকহ ও হাদিসের পাঠ নিয়েছেন। হিজরি ১৪১১ সালে তিনি সৌদি আরবের নাজরান শহরের হাইকোর্ট থেকে শুরু করে মদিনা শহরের গ্র্যান্ড কোর্টের বিচারকের দায়িত্ব পান। একইসঙ্গে তিনি নববির ইমাম নিযুক্ত হন।

RA
আরও পড়ুন