ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে ফিরেছেন ৫০ হাজার ৩৬ জন হাজি

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:০৮ পিএম

হজ পালন শেষে মঙ্গলবার (২৪ জুন) সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫০ হাজার ৩৬ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৫ হাজার ৩০ জন।

বুধবার (২৫ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস, ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ১২৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২১ হাজার ৮১ জন, সৌদি এয়ারলাইনসে ২০ হাজার ৫১৪ ও ফ্লাইনাস এয়ারলাইনসে ফিরেছেন ৮ হাজার ৪৪১ জন।

এদিকে, হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৩৮ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। এর মধ্যে মক্কায়  ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় একজন এবং আরাফায় একজন মারা গেছেন।

 

AA/AHA
আরও পড়ুন