আজ সৌদি আরবে ২৫ জুলাই ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ৩০ মহররম ১৪৪৭ হিজরি। ১৪৪৭ হিজরির মহররম মাসের চতুর্থ জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন দুই আলেম ও কারী।
মসজিদে হারামে আজকের জুমার নামাজে ইমামতি করবেন সুপরিচিত ক্বারি ও ইসলামিক স্কলার শায়খ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানী। তিনি ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি সৌদি আরবের মদিনা শহরে জন্মগ্রহণ করেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের কোরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি শিক্ষায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পান। ২০০৮ সাল থেকে নিয়মিত তারাবিহ নামাজে ইমামতি করছেন তিনি। তার সুললিত কোরআন তেলাওয়াত বিশ্বজুড়ে মুসলিম সমাজে ব্যাপক প্রশংসিত।
অন্যদিকে, মসজিদে নববিতে জুমার ইমামতি করবেন শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল কাসিম। তিনি ১৯৬৭ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মদিনার শরিয়া আদালতের বিচারক হিসেবেও কাজ করছেন।
শায়খ আল কাসিম ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও তুলনামূলক ফিকহে মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি ইসলামি ফিকহে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সৌদি আরবের আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন
জুমার দিনের বিশেষ কিছু আমল ও শিশুদের নামাজ