ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যে আমলটি জীবনে একবার হলেও করতে বলেছেন নবীজি

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম

মানবজীবনে পাপ ও ভুলত্রুটি অস্বাভাবিক নয়। তবে এসব পাপ মোচনের জন্য ইসলাম দিয়েছে অসংখ্য সুযোগ ও অনুগ্রহ। তেমনই এক গুরুত্বপূর্ণ আমল হলো সালাতুত তাসবিহ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজে এই নামাজের গুরুত্ব ব্যাখ্যা করেছেন এবং তার প্রিয় চাচা সাইয়্যিদুনা আব্বাস (রা.)-কে শিখিয়ে দিয়েছেন এই নামাজ পড়ার পদ্ধতি।

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) চাচাকে বলেছিলেন, ‘আমি আপনাকে রহমতের কথা বলব? পুরস্কারের কথা বলব? স্রষ্টার দয়া ও অনুগ্রহের কথা বলব?’

তিনি আরও বলেন, ‘যখন আপনি সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন, তখন আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যতের, ছোট ও বড়, প্রকাশ্য ও গোপন- সব পাপ ক্ষমা করে দেবেন।’

এরপর তিনি বলেন, ‘প্রতিদিন একবার, সম্ভব না হলে প্রতি শুক্রবার, না পারলে মাসে একবার, সেটিও সম্ভব না হলে বছরে একবার, আর যদি তা-ও না পারেন, তবে জীবনে অন্তত একবার এই নামাজ আদায় করুন।’ সূত্র: সুনানে আবু দাউদ, হাদিস: ১২৯৯

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

এই নামাজটি চার রাকাতের নফল সালাত। প্রতিটি রাকাতে নির্দিষ্টভাবে একটি বিশেষ তাসবিহ ৭৫ বার পাঠ করতে হয়।

তাসবিহ পাঠের শব্দ- سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ

উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার

অর্থ: আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং তিনি মহান।

প্রতি রাকাতে তাসবিহ পাঠের পদ্ধতি

  • সূরা ফাতিহা ও কিরাত পাঠ শেষে দাঁড়ানো অবস্থায় ১৫ বার তাসবিহ
  • রুকুতে ১০ বার
  • রুকু থেকে উঠে ১০ বার
  • প্রথম সিজদায় ১০ বার
  • দুই সিজদার মাঝখানে বসে ১০ বার
  • দ্বিতীয় সিজদায় ১০ বার
  • সিজদা শেষে বসে ১০ বার

 এভাবে প্রতি রাকাতে মোট ৭৫ বার, চার রাকাতে মোট ৩০০ বার তাসবিহ।

সতর্কতা 

  • এই নামাজ ধীরে ও মনোযোগসহকারে পড়া উত্তম।
  • তাসবিহ গণনার জন্য আঙুল ব্যবহার করা যায়।
  • বেশি শব্দ করে তাসবিহ পড়া নিষেধ, কিন্তু ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে পড়া উত্তম।

সালাতুত তাসবিহ এমন একটি নামাজ, যা মানুষের জীবনের পাপসমূহকে মাফ করানোর অপূর্ব সুযোগ তৈরি করে। আর এজন্যই মহানবী (সা.) নিজে এর প্রতি গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন- ‘জীবনে একবার হলেও এই নামাজ পড়ো।’

অতএব, প্রত্যেক মুসলমানের উচিত এই নামাজের গুরুত্ব অনুধাবন করে জীবনে অন্তত একবার হলেও তা আদায় করা, যেন আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করা যায়।

NB/AHA
আরও পড়ুন