ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সূর্যগ্রহণে গর্ভবতী নারীর করণীয় নিয়ে ইসলাম যা বলে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

সমাজে প্রচলিত আছে যে চন্দ্র ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা বাইরে বের হতে পারবেন না, খাবার খাওয়া যাবে না কিংবা ফল-শাকসবজি কাটা নিষিদ্ধ। এমনকি বিশ্বাস করা হয়, এ সময় এসব কাজ করলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে বা বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে। তবে ইসলামের দৃষ্টিতে এসব ধারণার কোনো ভিত্তি নেই।

ইসলামী গবেষকরা বলছেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর যুগেও সূর্য ও চন্দ্রগ্রহণ হয়েছিল। কিন্তু তিনি কখনো গর্ভবতী নারীদের আলাদা কোনো নির্দেশ দেননি বা কোনো কাজ থেকে বিরত থাকতে বলেননি। বরং পুরুষ-নারী সবাইকে আল্লাহর স্মরণ, সদকা, জিকির এবং নামাজ আদায় করার পরামর্শ দিয়েছেন।

হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, নবিজি (সা.) এর সময়ে একবার সূর্যগ্রহণ হলে তিনি দ্রুত মসজিদে গিয়ে সবাইকে নিয়ে দীর্ঘ নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন, কোনো মানুষের জন্ম বা মৃত্যুর কারণে গ্রহণ ঘটে না। যখন তোমরা সূর্য বা চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করবে, তখন আল্লাহর জিকির, দোয়া ও নামাজে মনোনিবেশ করবে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

চন্দ্র বা সূর্যগ্রহণের সময় কুসংস্কার ছড়িয়ে দেওয়ার পরিবর্তে আল্লাহর নিদর্শন হিসেবে গ্রহণকে দেখা এবং বেশি বেশি ইস্তিগফার করা জরুরি।

NB/SN
আরও পড়ুন