ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুমিনের জীবনধারা কেমন হওয়া উচিত 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ এএম

আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন আমার কাঁধে হাত রেখে বলেন, পৃথিবীতে মুসাফিরের মতো জীবন কাটিয়ে দিও, আর নিজেকে কবরের বাসিন্দা ভেবো। (সহিহ বুখারি: ৬৪১৬)

এই হাদিসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছোট একটি দৃষ্টান্তের মাধ্যমে মানব জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিক্ষা দিয়েছেন:

১. মুসাফির সব সময় নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়। একজন মুমিনের উচিত সব সময় নিজের গন্তব্য জান্নাতের খোঁজে থাকা, জান্নাতের পথে এগিয়ে থাকা।

২. একজন মুসাফির যতোটা সম্ভব হালকা পাথেয় সাথে রাখে। ভারি বোঝা এড়িয়ে চলে এবং গন্তব্য ছাড়া কোথাও নিজেকে সুস্থির করে না। একজন মুসলিম যেন এই পৃথিবীকে স্থায়ী বাসস্থান না বানায়। যতটা সম্ভব ঝামেলা মুক্ত থেক ইবাদতের মাধ্যমে এই ক্ষুদ্র সফর শেষ করে জান্নাতের গন্তব্যে পৌছার চেষ্টা করে।

৩. মুসাফির চোখ কান খোলা রেখে তার চারপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করে এবং সচেতনভাবে গন্তব্যের দিকে ছুটতে থাকে। অলসতা করে না। একজন মুসলমান সচেতনভাবে বিভিন্ন ধোঁকা থেকে বেঁচে তার গন্তব্য আখেরাতের দিকে ছুটবে। নেক আমলে অলসতা করবে না। কোরআনে অলসতাকে নেফাকের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়। (সুরা নিসা: ১৪২)

৪. মুসাফির পথেঘাটে অহেতুক কাজে সময় নষ্ট করে না, যত্রতত্র ঝামেলায় জড়িয়ে বিপদ ডেকে আনে না। একজন মুসলমানেরও উচিত অহেতুক কাজ পরিহার করে সময়কে কাজে লাগানো। কারণ প্রতি সেকেন্ডে তার পথ ফুরিয়ে আসছে। তাই ইচ্ছে করে দুনিয়াবী ঝামেলায় জড়িয়ে আখেরাত ভুলে না বসা। আখেরাত তার গন্তব্য এটা সবসময় মাথায় রাখা।

৫. মুসাফির তার পথ চলায় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়। কখনো রোদ, বৃষ্টি, ঝড়-তুফান, কখনো ডাকাতের ভয়, কখনো চোখ ধাঁধানো কোনো বস্তুর ধোঁকা। যে মুসাফির সব কিছু মোকাবেলা করে সামনে অগ্রসর হতে পারে, সে নিজের গন্তব্যে পৌঁছতে পারে। একজন মুসলমানের জীবনেও অসংখ্য প্রতিকূলতা আসতে থাকবে। কখনো অর্থনৈতিক সংকট, কখনো পারিবারিক বিবাদ, কখনো প্রতিহিংসা, বিদ্বেষ আর কখনো সুখ ও সমৃদ্ধির প্রলোভন। কিন্তু এত সবের মধ্যেও হতাশ না হয়ে সে যদি আখেরাতের পথে সামনে অগ্রসর হতে থাকে, পথ না হারায়, তাহলে এক সময় সেও জান্নাতের গন্তব্যে পৌঁছাতে সফল হবে।

এই প্রতিকূলতা মুমিনের জন্য সৌভাগ্যের। হাদিসে এসেছে, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, মুসলমান যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়, আল্লাহ তায়ালা তার বিনিময় দিয়ে থাকেন; এমন কি ছোট কোনো কাঁটা ফুটলেও সে তার প্রতিদান লাভ করে। (সহিহ বুখারি: ৫৬৪০, সহিহ মুসলিম: ২৫৭২)

HN
আরও পড়ুন