ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম এবং এটি দ্বিতীয় স্তম্ভ হিসেবে বিবেচিত। ইমান বা বিশ্বাসের পর সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে নামাজকে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম প্রধান মাধ্যম এই ইবাদত, যা প্রতিদিন নির্দিষ্ট সময়ে আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কেই।
ফরজ নামাজের পাশাপাশি রয়েছে ওয়াজিব, সুন্নত এবং নফল নামাজ। সময়মতো ফরজ নামাজ আদায় করা যেমন অপরিহার্য, তেমনি অন্যান্য নামাজও আল্লাহর নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ২০২৫ ইংরেজি, ১২ আশ্বিন ১৪৩২ বাংলা এবং ০৪ রবিউস সানি ১৪৪৭ হিজরি। এ উপলক্ষে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য নামাজের সময়সূচি নিচে দেয়া হলো-
আজকের নামাজের সময়সূচি (ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা)
ফজর (আগামীকাল) : ৪:৩৫ মিনিট
জোহর : ১২:০০ মিনিট
আসর : ৪:১১ মিনিট
মাগরিব : ৫:৫৩ মিনিট
এশা : ৭:০৭ মিনিট
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-
বিয়োগ করেতে হবে
চট্টগ্রাম : বিয়োগ ৫ মিনিট
সিলেট : বিয়োগ ৬ মিনিট
যোগ করেতে হবে
খুলনা : যোগ ৩ মিনিট
রাজশাহী : যোগ ৭ মিনিট
রংপুর : যোগ ৮ মিনিট
বরিশাল : যোগ ১ মিনিট
নামাজের সময়মতো আদায় আল্লাহর নির্দেশ ও রাসূল (সা.)-এর সুন্নত। ব্যস্ততার মধ্যেও সময় বের করে এই ফরজ ইবাদত পালন করা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে সময়মতো নামাজ আদায়ের তাওফিক দিন। আসুন, নামাজ পড়ি, নিজেকে গড়ে তুলি।
আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির ৫ আমল
মানুষের জীবনে নামের প্রভাব 