ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নামাজে কি এক সুরা দুইবার পড়া যাবে

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৬:২২ পিএম

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। কেউ যদি জামাতে নামাজ পড়ানোর সময় কিংবা নিজে একা একা নামাজ পড়ার সময় সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলাতে গিয়ে উভয় রাকাতে এক সুরা পড়েন, তবে ইসলামি শরিয়তে এর হুকুম কী?তাতে কি নামাজ শুদ্ধ হবে? নাকি সাহু সিজদাহ দেওয়া লাগবে?

এমন প্রশ্নের উত্তর হলো- ইচ্ছাকৃত নামাজের উভয় রাকাতে কেউ যদি একই সুরা পাঠ করে, তাহলে বিষয়টি অনুত্তম (উত্তম নয়)। তবে এ ভুলের কারণে সাহু সিজদা দিতে হয় না। (ফাতাওয়া বাজ্জাজিয়া : ৪/৪০; রাদ্দুল মুহতার : ১/৫৪৬ )

কেননা আল্লাহর রাসুল (সা.) সাধারণত এমনটি করতেন না। তবে একবারের ঘটনা হাদিস শরিফে এভাবে এসেছে-

হযরত মুআজ ইবনে আবদুল্লাহ আল-জুহানি (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, জুহায়না গোত্রের এক ব্যক্তি তাকে জানান যে তিনি নবী কারিম (সা.)কে ফজরের নামাজের উভয় রাকাতে সুরা ‘ইযা যুলযিলাতিল আরধ’ পড়তে শুনেছেন। তিনি বলেন, আমি জানি না আল্লাহর রাসুল (সা.) ভুলবশত এমন করেছিলেন নাকি ইচ্ছাকৃতভাবে তা পড়েছিলেন। (আবু দাউদ ৮১৬)

MMS
আরও পড়ুন