ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেরারির নতুন সুপারকারে V12 ইঞ্জিনের গর্জন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

ওপেন-টপ সুপারকারের জগতে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ইতালীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় মডেলের সর্বশেষ সংস্করণ ‘২০২৬ ফেরারি ৮১২ জিটিএস’ উন্মোচন করেছে। ইতালীয় নকশা, উন্নত প্রকৌশল এবং ঐতিহ্যবাহী শক্তিশালী V12 ইঞ্জিনের সমন্বয়ে তৈরি এই গাড়িটিকে ফেরারির ইতিহাসের অন্যতম সেরা রূপান্তরযোগ্য সুপারকার হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

৮১২ জিটিএস-এর মূল শক্তি এর কিংবদন্তি ‘ন্যাচারালি অ্যাসপিরেটেড’ V12 ইঞ্জিন। যখন বিশ্বের অধিকাংশ গাড়ি নির্মাতা টার্বো বা বৈদ্যুতিক ইঞ্জিনের দিকে ঝুঁকছে, তখনো ফেরারি তাদের ঐতিহ্যে অটল। উন্নত টিউনিংয়ের ফলে এবারের ইঞ্জিনটি আরও বেশি শক্তি, মসৃণ পাওয়ার ডেলিভারি এবং দ্রুত ত্বরণ দিতে সক্ষম। থ্রোটলের প্রতিটি চাপেই পাওয়া যাবে তীক্ষ্ণ প্রতিক্রিয়া ও ইঞ্জিনের সেই চেনা গর্জন।

২০২৬ মডেলে ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশনকে করা হয়েছে আরও দ্রুত ও স্বজ্ঞাত। শহরের রাস্তা হোক বা খোলা হাইওয়ে, গিয়ার পরিবর্তন হবে সম্পূর্ণ মসৃণ ও নির্ভুল। এর আপডেটেড চ্যাসিস, সাসপেনশন ও উন্নত ইলেকট্রনিক সহায়তা গাড়িটিকে দিয়েছে দুর্দান্ত হ্যান্ডলিং। উচ্চ গতির বাঁক বা কৌশলগত পরিস্থিতিতেও গাড়িটি থাকবে চালকের পূর্ণ নিয়ন্ত্রণে।

গাড়িটির অন্যতম আকর্ষণ এর প্রত্যাহারযোগ্য হার্ডটপ ছাদ, যা মাত্র কয়েক সেকেন্ডেই খোলা বা বন্ধ করা যায়। ছাদ খোলা অবস্থায় V12 ইঞ্জিনের শব্দ ড্রাইভিং অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যোগ করে। বাহ্যিক নকশায় বডি লাইন আরও ধারালো করা হয়েছে, যা অ্যারোডাইনামিক দক্ষতা বাড়ায়। ভাস্কর্যমণ্ডিত হুড, প্রশস্ত ফেন্ডার, রিয়ার ডিফিউজার এবং এলইডি লাইট গাড়িটিকে দিয়েছে আধুনিক ও আগ্রাসী লুক।

গাড়ির ভেতরে ব্যবহার করা হয়েছে উচ্চমানের চামড়া ও প্রিমিয়াম উপকরণ। ড্যাশবোর্ড থেকে সেন্টার কনসোল সবকিছুতেই ফুটে উঠেছে ফেরারির নিখুঁত কারিগরি দক্ষতা। চালকের জন্য রয়েছে স্বজ্ঞাত কন্ট্রোল প্যানেল, যা যাত্রীদের দেয় আরামদায়ক গ্র্যান্ড ট্যুরার অনুভূতি।

DR
আরও পড়ুন