চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী গুগলের ‘জেমিনি’

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৪ এএম

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল ‘জেমিনি’ নিয়ে এসেছে গুগল। এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল শুধুমাত্র আঙুলের নড়াচড়া দেখেই বলে দিতে পারবে যেকোনো উত্তর। এই মডেলটি বার্ডের চেয়েও স্মার্ট, যা অনেক ধরনের কাজ সহজেই করতে পারে।

গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, মানুষ যেভাবে একে অপরের সঙ্গে কথা বলে, যোগাযোগ করে, ঠিক সেভাবেই এই মডেলটি কাজ করবে। এটি টেক্সট, ছবি, অডিও এবং কোড ইত্যাদির মতো অনেক ধরনের কাজ সহজেই করতে পারে।

গুগল অ্যাসিস্ট্যান্ট এবং বার্ডের ভাইস প্রেসিডেন্ট সিসি সিয়াও জানান, জেমিনি দুটি ধাপে বার্ডের মধ্যে চালু করা হচ্ছে। বার্ডের মধ্যে জেমিনি প্রো প্রাথমিকভাবে টেক্সট ভিত্তিক প্রম্পট সাপোর্ট করবে, পরে মাল্টিমোডাল সাপোর্টসহ আনা হবে।

জেমিনি এআই তিনটি আকারে পাওয়া যাবে- আল্ট্রা (জটিল কাজের জন্য), প্রো (বিস্তৃত বা বেশি কাজের জন্য) এবং ন্যানো (অন-ডিভাইস কাজের জন্য)।

নতুন মডেলটি ১৭০ টিরও বেশি দেশ এবং অঞ্চলে ইংরেজিতে পাওয়া যাবে এবং ভবিষ্যতে ইউরোপের মতো আরও ভাষাতে আনা হবে।

এফআই