গুগল আনুষ্ঠানিকভাবে ভারতে উন্মোচন করেছে নতুন প্রজন্মের স্মার্টওয়াচ গুগল পিক্সেল ওয়াচ ৪। নকশা, কর্মক্ষমতা ও স্মার্ট সুবিধার দিক থেকে এটি আগের সংস্করণের তুলনায় আরও উন্নত। নতুন ঘড়িটিতে রয়েছে দ্রুততর প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও গুগলের উন্নত জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যা স্মার্টওয়াচ জগতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।
কর্মক্ষমতা ও ফিচার
পিক্সেল ওয়াচ ৪ এর মূল অংশে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেনারেশন-২ চিপসেট, সঙ্গে আছে ২ গিগাবাইট র্যাম এবং ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ সংরক্ষণক্ষমতা। এই সমন্বয় আগের তুলনায় দ্রুত অ্যাপ চালু করা, মসৃণ প্রতিক্রিয়া এবং নিখুঁত মাল্টিটাস্কিং সুবিধা দেয়। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ওয়্যার ওএস ৬.০, যা শক্তি সাশ্রয়ী প্রযুক্তি এবং গুগল ইকোসিস্টেমের সঙ্গে আরও গভীর সংযোগ প্রদান করে। স্বাস্থ্য নজরদারি, নোটিফিকেশন ব্যবস্থাপনা কিংবা ফিটনেস ট্র্যাকিং সবই এখন আগের চেয়ে আরও বুদ্ধিমত্তাপূর্ণ ও সহজে নিয়ন্ত্রণযোগ্য।

ডিসপ্লে ও নকশা
নতুন অ্যাকচুয়া ৩৬০ প্রদর্শন প্রযুক্তি পিক্সেল ওয়াচ ৪ কে আগের চেয়ে আরও উজ্জ্বল ও প্রিমিয়াম করে তুলেছে। সর্বোচ্চ ৩,০০০ নিট উজ্জ্বলতা, সর্বদা সক্রিয় প্রদর্শন এবং পাতলা বর্ডার ডিজাইনকে করেছে আকর্ষণীয়। ঘড়িটি এসেছে দুটি মাপে ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার। ৫ এটিএম ও আইপি৬৮ মানসম্মত সুরক্ষা এটিকে পানি ও ধুলাবালি প্রতিরোধী করেছে।
ব্যাটারি ও চার্জিং
৪১ মিলিমিটার সংস্করণে রয়েছে ৩২৫ এমএএইচ ব্যাটারি, যা প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেয়। ৪৫ মিলিমিটার মডেলে আছে ৪৫৫ এমএএইচ ব্যাটারি, যা ৪০ ঘণ্টা পর্যন্ত টিকে থাকে। ব্যাটারি সেভার মোড চালু করলে এটি তিন দিন পর্যন্ত ব্যবহারযোগ্য। দ্রুত চার্জিং সুবিধায় মাত্র ১৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ নেওয়া সম্ভব ব্যস্ত জীবনের জন্য দারুণ সুবিধাজনক।
স্বাস্থ্য ও সংযোগ সুবিধা
ঘড়িটিতে রয়েছে হার্টরেট পর্যবেক্ষণ, রক্তে অক্সিজেনের মাত্রা নির্ণয় এবং ৫০টিরও বেশি ব্যায়াম ধরন ট্র্যাক করার ব্যবস্থা। নতুন সংযোজন জেমিনি এআই, যা এনেছে ‘হাত তুললেই কথা বলুন’ ফিচার অর্থাৎ হাত তুললেই ভয়েস সহকারী সক্রিয় হবে। সংযোগের ক্ষেত্রে আছে ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৬, এলটিই এবং জিপিএস যার ফলে ফোন ছাড়াও ব্যবহারকারী সবসময় সংযুক্ত থাকতে পারবেন।

মূল্য ও সংস্করণ
ভারতের বাজারে পিক্সেল ওয়াচ ৪ এর দাম শুরু হয়েছে ৩৯,৯০০ রুপি থেকে (৪১ মিমি ওয়াই-ফাই সংস্করণ)। ৪৫ মিমি সংস্করণের দাম ৪৩,৯০০ রুপি। রঙের বিকল্প হিসেবে রয়েছে চকচকে রুপালি রঙে পোর্সেলেইন ব্যান্ড, সোনালি রঙে লেমনগ্রাস ব্যান্ড এবং ম্যাট কালো রঙে অবসিডিয়ান ব্যান্ড। বড় মডেলে আছে স্যাটিন মুনস্টোন রঙের সংস্করণও।
প্রথম দফায় ক্রয়ে থাকবে ব্যাংক অফার ও সুদবিহীন কিস্তির সুবিধা। নির্দিষ্ট ক্রেডিট কার্ডে তাৎক্ষণিক ছাড় ও পিক্সেল ফোনের সঙ্গে বান্ডেল অফারও পাওয়া যেতে পারে।
সার্বিক মূল্যায়ন
সব মিলিয়ে, গুগল পিক্সেল ওয়াচ ৪ আগের মডেলের তুলনায় আরও পরিশুদ্ধ, দ্রুত ও বুদ্ধিমান। উন্নত প্রসেসর, শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং ও স্মার্ট এআই ফিচারের কারণে এটি বর্তমানে অ্যানড্রয়েড স্মার্টওয়াচ বাজারে অন্যতম সেরা পছন্দ হতে পারে।
রাতের আকাশে ঝরবে উল্কাবৃষ্টি, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে