চলতি বছরের আগস্টে বহুল প্রতীক্ষিত রোবট্যাক্সি বা চালকবিহীন ট্যাক্সি উন্মোচন করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। শুক্রবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এমটাই বলেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বলেন, টেসলা রোবট্যাক্সি’র প্রথম ঝলক মিলবে ৮ আগস্ট।
রোবট্যাক্সি’র দাম কেমন হবে, তা এখনও পরিষ্কার নয়। আর এটি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা গ্রাহকদের কাছে বিক্রি করা হবে কি না, তাও স্পষ্ট নয়।
তবে মাস্কের ওই পোস্টের পরপরই টেসলার শেয়ারমূল্য বেড়েছে তিন শতাংশের বেশি। যদিও রোবোট্যাক্সি বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সাম্প্রতিক বছরগুলোয় টেসলার বাজারমূল্যের অপরিহার্য অংশ হয়ে উঠেছে স্বয়ংক্রিয় গাড়ি, যেখানে সফটওয়্যারের মাধ্যমে ‘সেলফ-ড্রাইভিং’ ফিচার চালু করে কোম্পানির গাড়ির দাম আরও বাড়ানোর লক্ষ্যস্থির করেছেন মাস্ক।
শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে, রোবট্যাক্সি’ সংশ্লিষ্ট একটি প্রকল্প বাদ দিয়েছে টেসলা, যেখানে রোবট্যাক্সি’র পেছনে আরও উপাদান ব্যবহারের জন্য একটি সাশ্রয়ী ইভি তৈরির কথা ছিল কোম্পানিটির।
তবে প্রতিবেদনটি প্রকাশের পরপরই এক্স-এ মাস্ক লেখেন, রয়টার্স ভুল তথ্য দিচ্ছে।
রোবোট্যাক্সি বা রোবটচালিত ট্যাক্সি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ি, যা অনলাইনে ট্যাক্সি হিসেবে ভাড়া করা যায়। এ ধরনের গাড়িতে বিশেষ প্রোগ্রাম রাখা হয়, যাতে চালক ছাড়াই এটি চলতে পারে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়ার জন্য অনুরোধ করতে পারবে।
