হোয়াটসঅ্যাপে তৈরি করা যাবে পছন্দের ফোন নম্বরের তালিকা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১২:০২ পিএম

ব্যবহারকারীদের সুরক্ষায় ও সুবিধায় ফোন নম্বরের তালিকা তৈরির ফিচার চালু করছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহারকারীর জন্য পছন্দের নম্বরে ফোন কল ও মেসেজ পাঠানো আরও সহজ হবে। প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সবশেষ আপডেট ভার্সনে এ ফিচার দেখা গেছে। পছন্দের ফোন নম্বরের ফিচারটি প্রথমে কেবল হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে আসার কথা ছিল। তবে শিগগিরই এই সুবিধা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনেও যুক্ত হবে। 

হোয়াটসঅ্যাপ এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দের ফোন নম্বর যোগ ও বাদ দেয়ার সুযোগ রেখেছে। এ ফিচারের অপশন হোয়াটসঅ্যাপের অ্যাপ সেটিংসের অ্যাকাউন্ট অপশনের নিচে থাকবে। কেউ পছন্দের তালিকায় কোনো নম্বর যোগ করলে হোয়াটসঅ্যাপ অন্য ব্যবহারকারীকে সে বিষয়ে অবহিত করবে না।

MS/FI
আরও পড়ুন