ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে মিডিয়া হাব টুল

আপডেট : ০১ জুন ২০২৫, ০৯:৫৩ পিএম

ওয়েব সংস্করণে হোয়াটসঅ্যাপ নতুন একটি টুল চালু করতে যাচ্ছে। ‘মিডিয়া হাব’ নামের টুলটি চালু হলে ওয়েব অ্যাপের নির্দিষ্ট স্থানেই ব্যবহারকারীরা আদান-প্রদান করা সব ছবি, ভিডিও, ডকুমেন্ট ও লিংক দেখতে পারবেন। ফলে টুলটির মাধ্যমে পুরোনো মিডিয়া ফাইল দ্রুত খুঁজে পাওয়া যাবে। সেই সঙ্গে সেগুলোর ব্যবস্থাপনা আগের তুলনায় আরও সহজ হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো।

ডব্লিউএবেটাইনফোর তথ্য বলছে, এরই মধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে টুলটির নমুনা যুক্ত করা হয়েছে। টুলটি চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণের সাইড প্যানেলে ‘কমিউনিটিজ’ বিভাগের নিচে ‘মিডিয়া হাব’ ট্যাব দেখা যাবে। ট্যাবটিতে ক্লিক করলেই আলাদা আলাদা বিভাগে ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং ওয়েব লিংক দেখা যাবে।

মিডিয়া হাবের ওপরে একটি সার্চ বারও থাকবে। ফলে সার্চ বারে নির্দিষ্ট বিষয় লিখলেই প্রয়োজনীয় ছবি, ভিডিও বা ডকুমেন্ট দ্রুত খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি ফাইলটির প্রেরকের নাম এবং কত তারিখে পাঠানো হয়েছে, তা-ও জানা যাবে। ব্যবহারকারীরা চাইলে টুলটির মাধ্যমে একসঙ্গে একাধিক ফাইল নির্বাচন করে মুছে ফেলতে পারবেন বা অন্যকে পাঠাতে পারবেন।

হোয়াটসঅ্যাপের তথ্য বলছে, মিডিয়া হাব টুলটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। ফলে এখনই টুলটি বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে না। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ওয়েব সংস্করণের বেটা ভার্সনে টুলটি পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে।

Raj/AHA
আরও পড়ুন