ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জেনে নিন

ফেসবুকে পোস্ট ভাইরাল হওয়ার গোপন টেকনিক

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৮:৫৯ পিএম

অতীতে যেখানে কেবল টিভি, পত্রিকা বা রেডিও ছিল মানুষের প্রভাব বিস্তারের মাধ্যম, বর্তমানে তার চেয়ে দ্রুত ও শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট শেয়ার করে পৌঁছে  যাওয়া যায় লাখ লাখ মানুষের দ্বারপ্রান্তে। 

তবে প্রশ্ন হলো কীভাবে একটি পোস্ট ভাইরাল হয়?

ডিজিটাল এক্সপার্ট এবং ট্রেন্ড বিশ্লেষকদের মতে কিছু কৌশল অনুসরণ করলে একজন সাধারণ ফেসবুক ব্যবহারকারীর পোস্টও হয়ে উঠতে পারে দেশের আলোচিত কনটেন্ট।

শিরোনামেই বাজিমাত করতে হবে: ভাইরাল কনটেন্টের ৭০% সাফল্য নির্ভর করে হেডলাইনের ওপর। সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও প্রশ্নবোধক শিরোনাম ব্যবহার করলে দর্শকের দৃষ্টি আটকে যায়।

আবেগ তৈরি করুন: যে কনটেন্ট মানুষের মনে আবেগ তৈরি করতে পারে, তা দ্রুত ভাইরাল হয়। সেটি হাসি, কান্না, রাগ, অনুপ্রেরণা বা কৌতূহল যেকোনো কিছু হতে পারে। এমন গল্প বলুন বা এমন বিষয় নিয়ে লিখুন যা মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং তাদের নিজেদের জীবনের সাথে সম্পর্কিত মনে হয়।

ভিডিও বা ছবি সংযুক্ত করুন : শুধু লেখা নয়, ভাইরাল কনটেন্টে ছবি বা ভিডিও থাকাটা আবশ্যক। একটি শক্তিশালী ভিজ্যুয়াল দর্শকের মনে দাগ কাটে এবং শেয়ারের পরিমাণ বাড়ায়। ১ মিনিটের ভিডিও পোস্টের ভাইরাল সম্ভাবনা সাধারণ পোস্টের চেয়ে ৫ গুণ বেশি।

কম কথায় বেশি প্রভাব ফেলুন : বর্তমানে Less is more ট্রেন্ড। খুব দীর্ঘ লেখা না লিখে, ১০০-১৫০ শব্দেই বোঝাতে হবে মূল বার্তা।

ট্রেন্ডিং বিষয় বেছে নিন : যেসব টপিক মানুষ ইতোমধ্যে সার্চ করছে বা আলোচনা করছে, সেই বিষয় নিয়ে পোস্ট দিলে রিচ দ্রুত বাড়ে। উদাহরণ: নির্বাচন, খেলা, ভাইরাল কোনো ঘটনার মানবিক দিক, জাতীয় সংকট বা আলোচিত সামাজিক সমস্যা ইত্যাদি।

মন্তব্য ও প্রতিক্রিয়া চেয়ে নিন : পোস্টের শেষে যদি লেখা থাকে আপনার মতামত জানাতে ভুলবেন না বা আপনার অভিজ্ঞতা জানাতে পারেন কমেন্ট করে। তাহলে মানুষ অংশগ্রহণ করে, কমেন্ট বাড়ে, আর সেখান থেকেই শুরু হয় ভাইরাল যাত্রা।

অন্যদের সাথে সহযোগিতা করুন (Collaborate): অন্যান্য ফেসবুক পেজ বা প্রোফাইলের সাথে সহযোগিতা (Collaboration) করুন। একে অপরের টিউন শেয়ার করুন বা একসাথে কোনো কনটেন্ট তৈরি করুন। এতে উভয় পক্ষের ফলোয়ারদের কাছে আপনার টিউন পৌঁছাবে, যা আপনার রিচ বাড়াতে সাহায্য করবে।

সময় বেছে পোস্ট দিন : রাত ৯টা থেকে ১১টা এবং সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সময় ভাইরাল হওয়ার গোল্ডেন টাইম হিসেবে ধরা হয়। এ ছাড়া শুক্রবার ও শনিবার কনটেন্ট বেশি রিচ পায়।

AA/AHA
আরও পড়ুন