নিরাপত্তার কথা চিন্তা করে বাসা-বাড়ি, হাসপাতাল, অফিস কিংবা দোকানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। কিন্তু সেই সিকিউরিটি ক্যামেরাই এখন বিশ্বব্যাপী ভয়াবহ গোপন নজরদারির দরজায় পরিণত হয়েছে। যেখান দিয়ে যে কেউ চাইলেই উঁকি দিতে পারে।
সম্প্রতি বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান বিটসাইট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বল হয়, বিশ্বের ৪০ হাজারেরও বেশি সিকিউরিটি ক্যামেরা অনলাইনে অরক্ষিতভাবে সম্প্রচার হচ্ছে। এর মানে হলো কোনো পাসওয়ার্ড, এনক্রিপশন বা নিরাপত্তা ব্যতিরেকে যে কেউ চাইলে ওই ক্যামেরার ফিড দেখতে পারছে সরাসরি!
সিসিটিভি, ওয়েবক্যাম, বেবি মনিটর বা অফিসে ব্যবহৃত নজরদারি ক্যামেরা সবকিছুই এখন অনেকাংশে ইন্টারনেট নির্ভর। ক্লাউড স্টোরেজ, রিমোট অ্যাক্সেস, মোবাইল অ্যাপে লাইভ ভিডিও দেখার সুবিধার কারণে ক্যামেরাগুলো এখন দিন দিন আরও সংযুক্ত হয়ে পড়েছে অনলাইনের সঙ্গে। এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থাকে। এসব ডিভাইজ ব্যবহারকারী ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করেন না। অনেক ক্যামেরা আবার এমনভাবে ডিজাইন করা যে এর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস প্রকাশ্যে চলে আসে। ফলে কেউ যদি ওই নির্দিষ্ট লিংক জানে, তাহলে পাসওয়ার্ড ছাড়াই ভিডিও ফিড দেখতে পারে।
বিটসাইট জানায়, বিশ্বব্যাপী ৪০ হাজারের বেশি ক্যামেরা অনলাইনে উন্মুক্ত, এর মধ্যে যুক্তরাষ্ট্রেই রয়েছে প্রায় ১৪ হাজার ক্যামেরা। এরপর তালিকায় আছে জাপান, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশ।
বিশ্লেষণ বলছে, অরক্ষিত সিকিউরিটি ক্যামেরাগুলোর সমস্যাগুলো সাধারণত এ রকম -
ডিফল্ট পাসওয়ার্ড: অনেকেই ক্যামেরা সেটআপের সময় দেওয়া পাসওয়ার্ড পরিবর্তন করেন না।
খোলা এপিআই: ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানের ডেভেলপার লিংক বা API প্রকাশ্যে থাকলে ভিডিও ফিডে সহজেই প্রবেশ করা যায়।
পুরনো ফার্মওয়্যার: নিয়মিত আপডেট না করায় ক্যামেরা সফটওয়্যার দুর্বল হয়ে পড়ে।
সার্চ ইঞ্জিন হ্যাকারদের সহায়ক: শোডান (Shodan.io) এর মতো সার্চ ইঞ্জিন হ্যাকারদের জন্য এসব অনিরাপদ ক্যামেরা সহজেই শনাক্ত করে দেয়।
বিশেষজ্ঞরা নিম্নোক্ত সতর্কতা ও ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছেন -
* ডিফল্ট পাসওয়ার্ড অবিলম্বে পরিবর্তন করুন
* কমপ্লেক্স ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
* ফার্মওয়্যার ও সফটওয়্যার নিয়মিত আপডেট করুন
* ওয়াই-ফাই এনক্রিপশন নিশ্চিত করুন (WPA3 হলে ভালো)
* প্রয়োজন না হলে ইন্টারনেট থেকে সংযোগ বিচ্ছিন্ন করুন
* নিজের ক্যামেরা কোথায় সম্প্রচার করছে তা সময় সময় চেক করুন
* বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে নিরাপত্তা নিশ্চিত করুন।
