ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডার্ক ওয়েবে ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, বিশেষজ্ঞদের উদ্বেগ

আপডেট : ২৬ জুন ২০২৫, ০২:২৩ পিএম

অ্যাপল, গুগল থেকে শুরু করে ফেসবুক, গিটহাব, টেলিগ্রাম এবং বিভিন্ন সরকারি পরিষেবার ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এর মধ্যে কেবল লগ ইন তথ্য নয়, রয়েছে গোপন পাসওয়ার্ডও।

সাইবার নিউজের বরাত দিয়ে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার নিউজের গবেষক ভিলিয়াস পেতকাউস্কাসের নেতৃত্বে শুরু হওয়া তদন্তে দেখা গেছে, ১৮৪ মিলিয়ন রেকর্ড সম্বলিত একটি রহস্যময় ডাটাবেস ওয়েব সার্ভারে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গেছে।

এছাড়াও তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০টি ডাটাসেট আবিষ্কার করেছেন গবেষকরা। যার প্রতিটিতে ৩.৫ বিলিয়ন পর্যন্ত রেকর্ড রয়েছে। এই তথ্যের মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া, ভিপিএনের লগইন তথ্য, কর্পোরেট ও ডেভেলপার প্ল্যাটফর্ম,২০২৫ সালের শুরু থেকে পাওয়া ডাটাসেট। আর এসব তথ্য ব্যাপকভাবে ব্যবহার হতে চলেছে বলে আশঙ্কা গবেষকদের।

গবেষকদের মতে, এই লিক মূলত ইনফোস্টিলার ম্যালওয়‍্যার দিয়ে সংঘটিত হয়েছে। এমন একধরনের ম্যালওয়‍্যার যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্রাউজারে সংরক্ষিত ইউজারনেম ও পাসওয়ার্ড কপি করে সার্ভারে পাঠিয়ে দেয়। তথ্যগুলো এমনভাবে সংগঠিত যে, প্রতিটি এন্ট্রিতে একটি ইউআরএল, ইউজারনেম এবং সংশ্লিষ্ট পাসওয়ার্ড রয়েছে। এর মানে, কে কোথায় লগইন করেছেন, সেটিরও নির্ভুল তালিকা আছে।

গবেষকরা সতর্ক করে বলেছেন, ১৬ বিলিয়নের বেশি লগইন তথ্য ফাঁস হওয়ায় সাইবার অপরাধীরা এখন ব্যবহারকারীর অ্যাকাউন্টে ঢোকা, পরিচয় চুরি এবং ফিশিং আক্রমণ চালাতে পারবে, যা খুবই বিপজ্জনক। এগুলো পুরনো তথ্য নয়, বরং নতুন ও বড় পরিসরে ব্যবহার করার উপযোগী তথ্য।

গবেষক ভিলিয়াস পেতকাউস্কাস জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে তারা এই তথ্য ফাঁসের ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। তাদের দাবি, ৩০টি ভিন্ন ভিন্ন ডাটাসেটে মিলেছে এই ১৬ বিলিয়নের বেশি রেকর্ড, যেগুলোর প্রতিটিতেই রয়েছে কয়েক কোটি থেকে শুরু করে সাড়ে তিন বিলিয়ন পর্যন্ত ইউজার ডাটা।

দুবাইভিত্তিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রায়াদ কামাল আয়ুব খালিজ টাইমসকে বলেন, এই পরিস্থিতির ভয়াবহতা কমিয়ে বলা যাবে না। এসব তথ্য চাঁদাবাজির মতো অপরাধে ব্যবহার করা হচ্ছে।

 

AA/SN
আরও পড়ুন