ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুই-চাকার ইলেকট্রিক যানবাহনে নতুন মাত্রা

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০১:১৬ পিএম

ভারতের দুই-চাকার ইলেকট্রিক যানবাহনের বাজারে নতুন মাত্রা যোগ করলো বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ এথার এনার্জি। শনিবার (৩০ আগস্ট) আয়োজিত ‘এথার কমিউনিটি ডে ২০২৫’-এ প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে তাদের নতুন কনসেপ্ট মডেল ‘Ather Redux’ মটো-স্কুটার।

নাম শুনলেই স্পষ্ট-এটি কেবল একটি স্কুটার নয়, বরং স্কুটার ও স্পোর্টস বাইকের সংমিশ্রণে তৈরি এক অভিনব বাহন, যা নকশা, প্রযুক্তি ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির দিক থেকেও এক অনন্য উদাহরণ।

স্কুটার না স্পোর্টস বাইক

এথারের ভাষায়, Redux হলো এমন একটি বাহন, যা স্কুটারের সুবিধা ও স্পোর্টস বাইকের পারফরম্যান্স- দুইয়ের মিশেলে তৈরি।  অ্যালুমিনিয়াম ফ্রেমে নির্মিত এই কনসেপ্ট মডেলে রয়েছে ক্লিপ-অন হ্যান্ডেলবার, বিশাল এয়ারোডাইনামিক উইংস এবং বডিওয়ার্কে সংযোজিত এয়ার-স্কুপস- যা একে স্পোর্টস বাইকের মতো রূপ দিয়েছে।

  • ক্লিপ-অন হ্যান্ডেলবার,
  • এয়ারোডাইনামিক উইংস,
  • এবং বডিওয়ার্কে সংযুক্ত এয়ার স্কুপস-
  • সব মিলিয়ে একে বাইকের মতো গতিশীল ও আগ্রাসী রূপ দিয়েছে।

প্রযুক্তির চমক

Redux কনসেপ্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর উন্নত প্রযুক্তি ও চালক-কেন্দ্রিক ফিচার।

Adaptive Ride Dynamics

রাইডারের চালনার ধরন ও দেহভঙ্গি অনুযায়ী নিজেকে স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্ট করে নেয় স্কুটারটি, যেন বাইকের মতো রাইডিং অভিজ্ঞতা পাওয়া যায়।

Morph-UI

একটি ইন্টেলিজেন্ট ইউজার ইন্টারফেস, যা রাইডারের মুড ও চালানোর ধরণ বুঝে তার চাহিদা অনুযায়ী ইন্টারফেসকে কাস্টমাইজ করে।

Take-Off Mode

সবচেয়ে আলোচিত ফিচার। ধারণা করা হচ্ছে, এটি মূলত একটি লঞ্চ কন্ট্রোল সিস্টেম, যা বাইকের মতো দ্রুতগতিতে স্কুটারকে ছুটে চলতে সাহায্য করে। ভারতীয় ইভি স্কুটারে আগে কখনও এত উন্নত প্রযুক্তি দেখা যায়নি।

যদিও Redux আপাতত একটি কনসেপ্ট মডেল, তবে এথারের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত এতে স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এর বাজারজাত সংস্করণ কিছুটা পরিমিত হলেও, এর মূল আকর্ষণগুলো বহাল থাকবে।

গ্রাহকদের জন্য এটি হতে পারে এক নতুন ধরনের ইলেকট্রিক রাইডিং অভিজ্ঞতা, যেখানে পারফরম্যান্স, প্রযুক্তি এবং ডিজাইনের মধ্যে কোনো আপস থাকবে না।

সব মিলিয়ে Ather Redux মটো-স্কুটার কেবল একটি যানবাহন নয়, বরং এটি ভারতের ইলেকট্রিক দুই-চাকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। স্কুটার ও বাইকের সংমিশ্রণে তৈরি এই অদ্ভুত সুন্দর বাহন ভবিষ্যতের রাস্তায় বদলে দিতে পারে চলার অভ্যাস।

NB/SN
আরও পড়ুন