ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বড় ডিসপ্লের ফোনে রয়েছে যেসব সুবিধা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং কাজ, বিনোদন, পড়াশোনা- সব কিছুর সঙ্গী হয়ে উঠেছে। এ কারণেই ফোন বেছে নেওয়ার ক্ষেত্রে ডিসপ্লের সাইজ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে বড় ডিসপ্লের ফোন ব্যবহারকারীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এগুলোতে পাওয়া যায় আরামদায়ক ও বহুমাত্রিক অভিজ্ঞতা।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বড় ডিসপ্লের ফোন শুধু স্টাইল নয়, বরং ব্যবহারকারীর প্রোডাক্টিভিটি ও বিনোদনের মান বাড়ায়।

ভিডিও ও বিনোদনে বাড়তি আনন্দ

ইউটিউব, নেটফ্লিক্স কিংবা মুভি বড় স্ক্রিনে দেখলে ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও উপভোগ্য হয়। ফ্রেম ও কালারের ডিটেইল স্পষ্টভাবে ধরা পড়ে, যা ছোট স্ক্রিনে সম্ভব হয় না।

গেমিং ও গ্রাফিক্সে উন্নত অভিজ্ঞতা

গেম খেলার সময় কন্ট্রোল বুঝতে ও গ্রাফিক্স উপভোগ করতে বড় স্ক্রিন বিশেষ সুবিধা দেয়। বড় ডিসপ্লেতে ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স অনেক বেশি বাস্তবসম্মত হয়ে ওঠে।

মাল্টিটাস্কিং ও কাজের সুবিধা

একসঙ্গে একাধিক অ্যাপ চালাতে কিংবা স্প্লিট-স্ক্রিন মোডে ভিডিও দেখার পাশাপাশি চ্যাট করা বড় ডিসপ্লেতে অনেক সহজ হয়। অফিসের কাজ, রিপোর্ট এডিট কিংবা প্রেজেন্টেশন দেখার ক্ষেত্রেও বড় স্ক্রিন বিশেষভাবে সহায়ক।

পড়াশোনা ও টাইপিংয়ে আরাম

ই-বুক পড়া হোক বা দীর্ঘ নোট টাইপ করা, বড় কিবোর্ডে টাইপিং দ্রুত হয় এবং ভুল কম হয়। পড়ার সময় চোখ ছোট স্ক্রিনের মতো সহজে ক্লান্ত হয় না।

ভিডিও কল ও ফটোগ্রাফি এডিটিংয়ে স্বচ্ছতা

ভিডিও কলে অন্যজনকে বড় স্ক্রিনে দেখা বা স্ক্রিন-শেয়ার করার অভিজ্ঞতা অনেক বেশি আরামদায়ক হয়। তাছাড়া ছবি বা ভিডিও এডিট করার ক্ষেত্রেও বড় ডিসপ্লেতে ডিটেইলস স্পষ্ট বোঝা যায়।

তবে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন, বড় ডিসপ্লের ফোন সবার জন্য সমানভাবে উপযোগী নয়। যারা এক হাতে ব্যবহার করতে বা সহজে পকেটে রাখতে চান, তাদের জন্য ছোট স্ক্রিনের ফোনই সুবিধাজনক।

NB
আরও পড়ুন