রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি ক্যানসারের ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। ভ্যাকসিনটির নাম এন্টারোমিক্স। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন। খবর তাস নিউজ
নতুন ক্যানসার ভ্যাকসিন 'এন্টারোমিক্স' প্রচলিত চিকিৎসা পদ্ধতি, যেমন—কেমোথেরাপি ও রেডিয়েশনের চেয়ে একেবারেই ভিন্ন উপায়ে কাজ করে। কেমোথেরাপি যেখানে ক্যানসার কোষের পাশাপাশি সুস্থ কোষগুলোকেও ক্ষতিগ্রস্ত করে, এন্টারোমিক্স সেখানে আরও নির্দিষ্ট ও টার্গেটেড থেরাপি হিসেবে কাজ করে।
এই ভ্যাকসিনটি মানব শরীরের কোষগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দেয়, যাতে তারা বিশেষ ধরনের প্রোটিন তৈরি করতে পারে। এই প্রোটিনগুলো কেবল ক্যানসার কোষগুলোকে আক্রমণ করে এবং ধ্বংস করে। এতে পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কমে যায় এবং রোগীর জীবনযাত্রার মান উন্নত থাকে।
কেমোথেরাপির মতো তীব্র চিকিৎসার পরিবর্তে এই পদ্ধতিটি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্যানসার কোষের বৃদ্ধিকে প্রতিরোধ করে। গবেষকদের মতে, এই পদ্ধতি ক্যানসার চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল রাশিয়া