ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লেখায় ভুল কমাতে গুগলের নতুন চমক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম

সার্চ জায়ান্ট গুগল তাদের কিবোর্ড অ্যাপ জি-বোর্ডে যুক্ত করেছে একটি নতুন এআই চালিত রাইটিং টুলস, যা ব্যবহারকারীদের টাইপিং আরও দ্রুত, নির্ভুল ও অর্থপূর্ণ করতে সাহায্য করবে।

নতুন এই টুলসটি ব্যবহারকারীর বাক্য সংক্ষিপ্ত করা, আনুষ্ঠানিক করা অথবা আরও আবেগপ্রবণ করে গঠন করার মতো কাজগুলো সহজেই করতে পারবে। এর ফলে টাইপিংয়ে টাইপো বা ব্যাকরণগত ভুল কমবে, এবং লেখার ধরনও হবে আরো প্রাসঙ্গিক।

কীভাবে কাজ করে এই রাইটিং টুলস

জেমিনি ন্যানো নামে গুগলের একটি মাল্টিমোডাল এআই মডেল এই ফিচারটির মূলে কাজ করছে। এটি ব্যাকরণ ও বানান ভুল দ্রুত ধরতে ও সংশোধন করতে সক্ষম।

গুগলের মতে, এটি ইমেইল, মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়া পোস্ট লেখার সময় অনেকটাই বুদ্ধিমান সহকারীর মতো কাজ করবে।

কোন কোন ফোনে ব্যবহার করা যাবে

এই মুহূর্তে টুলসটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে, যেগুলোতে জেমিনি ন্যানো চালানো সম্ভব। যেমন-

  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (৮ এলিট)
  • মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০

ইতোমধ্যে স্যামসাং, ওয়ানপ্লাস এবং শাওমি–র কিছু মডেলে এই ফিচার পাওয়া যাচ্ছে। গুগল এখনো সম্পূর্ণ ফোনের তালিকা প্রকাশ করেনি।

জেমিনি ন্যানো কীভাবে এসেছে

প্রথম চালু হয় ২০২৪ সালে পিক্সেল ৮ প্রো ডিভাইসে। শুরুতে ছিল শুধুই টেক্সট ইনপুট ফিচার। পরবর্তীতে এতে ছবি ও অডিও বিশ্লেষণের ক্ষমতা যুক্ত করা হয়, যা এখন মাল্টিমোডাল এআই হিসেবে কাজ করছে।

ব্যবহার করবেন যেভাবে

জিবোর্ড ব্যবহারকারীরা জি-বোর্ড বাটনে চাপ দিলে একটি ছোট ফাইল ডাউনলোড হবে। এরপর নতুন ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। কিবোর্ডের শর্টকাট অপশনে এটি দেখা যাবে এবং ব্যবহার করা যাবে সহজেই।

ভাষা ও ব্যবহারের সীমা

পিক্সেল ৯ এবং পরবর্তী মডেলে এই সুবিধা পাওয়া যাবে ইংরেজি, চীনা, ফরাসি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায়। অন্যান্য ব্র্যান্ডে ভাষা সমর্থন কতটা পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়।

এই নতুন এআই রাইটিং টুলস গুগলের একটি ছোট কিন্তু কার্যকর পদক্ষেপ। যা মোবাইল টাইপিং অভিজ্ঞতাকে আরও আধুনিক ও স্বয়ংক্রিয় করে তুলছে। আগামীতে এটি আরও স্মার্ট ও বহুভাষিক হবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

DR/SN
আরও পড়ুন