বাংলাদেশে এলো টেকনোর পোভা ফাইভজি সিরিজ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৩:০১ পিএম

বৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো (TECNO) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত পোভা ফাইভজি (POVA 5G) সিরিজ উন্মোচন করেছে। রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে টেকনোর ফ্ল্যাগশিপ আউটলেটে এক বিশেষ আয়োজনে এই সিরিজের উদ্বোধন করা হয়, যেখানে শীর্ষস্থানীয় সাংবাদিক, জনপ্রিয় শিল্পী, ইনফ্লুয়েন্সার ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টেকনোর ভাষ্যমতে, ‘বর্ন টু বি ইউনিক’ ট্যাগলাইনে উন্মোচিত এই সিরিজটি দ্রুত ফাইভজি কানেক্টিভিটি, অনন্য ডিজাইন ও আধুনিক এআই পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশকে ফাইভজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে নতুন এক মাইলফলক হবে।

আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘বাংলাদেশ যখন ফাইভজি যুগে প্রবেশ করছে, তখন উদ্ভাবনের সাথে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে এমন ডিভাইস আনতে টেকনো প্রতিশ্রুতিবদ্ধ। পোভা ফাইভজি সিরিজের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জন্য এআই-নির্ভর বুদ্ধিমত্তা, নেক্সট-লেভেল পারফরম্যান্স ও অনন্য ডিজাইন নিয়ে আসতে চাই, যা স্মার্টফোনের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।’

পোভা ফাইভজি সিরিজে তিনটি মডেল রাখা হয়েছে: পোভা ৭ প্রো ফাইভজি, পোভা স্লিম ফাইভজি ও পোভা কার্ভ ফাইভজি। প্রতিটি ফোনের নকশা ও ফিচার ব্যবহারকারীর ভিন্ন চাহিদা অনুযায়ী সাজানো।

ফ্ল্যাগশিপ মডেল: পোভা ৭ প্রো ফাইভজি

পোভা ৭ প্রো ফাইভজি-তে রয়েছে ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন ও স্ট্যাটাস লাইট, যা নোটিফিকেশন ও গেমিংয়ের সময় আলোকিত হয়।

  • প্রসেসর ও গেমিং: এটিতে ডায়মেনসিটি ৭৩০০ আল্টিমেট ফাইভজি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ফ্ল্যাগশিপ-মানের পারফরম্যান্স দেয়।
  • ডিসপ্লে: এতে আছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ১৪৪ হার্জ ১.৫কে স্ক্রিন ও কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রটেকশন।
  • ব্যাটারি ও চার্জিং: রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। বক্সের সঙ্গেই থাকছে ফ্রি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক।
  • এআই সাপোর্ট: ডিভাইসটিতে এআই রাইটিং, কল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল টু সার্চ ও এআই স্টুডিও সহ পূর্ণাঙ্গ এআই সাপোর্ট রয়েছে।

বিশ্বের সবচেয়ে স্লিম: পোভা স্লিম ফাইভজি

বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ফাইভজি স্মার্টফোন হিসেবে পরিচিত এই মডেলটির পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার।

  • টেকসই ডিজাইন: এয়ারস্পেস গ্রেড ম্যাটেরিয়াল ও ফাইবারগ্লাস ব্যাক কভার ব্যবহারে এটি টেকসই ও প্রিমিয়াম। এটি মিলিটারি-গ্রেড শক রেসিস্ট্যান্স টেস্টেও উত্তীর্ণ।
  • পারফরম্যান্স ও কুলিং: ফোনটিতে আছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জিং ও ২৪,৫৩২ বর্গমিলিমিটার কুলিং সিস্টেম।
  • অন্যান্য ফিচার: ডিভাইসটিতে মুড লাইট ফিচার যুক্ত করা হয়েছে। এটিতে রয়েছে ৫০ জিবি ক্লাউড স্টোরেজ ও ডায়মেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর।

গেমারদের জন্য: পোভা কার্ভ ফাইভজি

পোভা কার্ভ ফাইভজিতেও রয়েছে ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন, ডায়মেনসিটি ৭৩০০ ফাইভজি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন।

  • গেমিং অভিজ্ঞতা: এটি ৯০ এফপিএস পাবজি গেমপ্লে সাপোর্ট করে, যা গেমারদের জন্য দারুণ অভিজ্ঞতা এনে দেবে।
  • ডিসপ্লে ও সুরক্ষা: এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ১৪৪ হার্জ এফএইচডি+ ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা।

সাধারণ ফিচার

তিনটি ডিভাইসেই রয়েছে নতুন হাইওএস ১৫ স্পেশাল ওএস ও টেকনোর উন্নত এআই সক্ষমতা। এছাড়া প্রতিটি ফোনে ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড), শক্তিশালী ক্যামেরা সিস্টেম, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স, এনএফসি ও আইআর রিমোট কন্ট্রোল ফিচার রয়েছে।

দাম ও প্রাপ্যতা

  • পোভা স্লিম ফাইভজি : ২৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)
  • পোভা কার্ভ ফাইভজি : ৩২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)
  • পোভা ৭ প্রো ফাইভজি : ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)

পোভা ফাইভজি সিরিজের ডিভাইসগুলো বাংলাদেশের সব টেকনো আউটলেটে ইতোমধ্যে পাওয়া যাচ্ছে।

NB/AHA
আরও পড়ুন