স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর। আবারও বাজারে চমক নিয়ে ফিরছে প্রযুক্তি প্রতিষ্ঠান মটোরোলা। খুব শিগগিরই তারা আনছে নতুন স্মার্টফোন মটোরোলা এজ ৭০ (Motorola Edge 70), যা চার্জিং ও ডিজাইন দুই দিক থেকেই নতুন মানদণ্ড তৈরি করতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
মটোরোলার দাবি, এজ ৭০ মডেলে থাকছে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াট টার্বোপাওয়ার প্রযুক্তি সমর্থন করে। ফলে মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই ফোন চলবে ১২ ঘণ্টা পর্যন্ত। আগের মডেল এজ ৬০ এর তুলনায় ব্যাটারি কিছুটা কম হলেও উন্নত চার্জিং প্রযুক্তি ও পাওয়ার ম্যানেজমেন্টের কারণে ব্যবহারকারীরা পাবেন দীর্ঘস্থায়ী পারফরম্যান্স।
ফোনটির অন্যতম আকর্ষণ এর মাত্র ৬ মিলিমিটার পুরুত্বের স্লিম বডি। এতে ব্যবহৃত হয়েছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে ১০ বিট POLED ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। স্ক্র্যাচ বা ছোটখাটো আঘাত থেকে রক্ষা করতে রয়েছে গরিলা গ্লাস ৭আই।

পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙে
- ব্রোঞ্জ গ্রিন
- প্যানটোন গ্যাজেট গ্রে
- লিলি প্যাড
ফোনটি চলবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর-এ, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য যথেষ্ট কার্যকর। থাকবে সর্বোচ্চ ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ, ফলে স্টোরেজ বা গতি নিয়ে কোনো ঝামেলা হবে না। সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৬, যা আরও স্মার্ট ও কাস্টমাইজড ব্যবহার নিশ্চিত করবে।
মটোরোলা এজ ৭০ ফোনে থাকছে
- ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা (OIS সহ)
- ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা
- ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

ফোনটি IP68 ও IP69 রেটিংপ্রাপ্ত, অর্থাৎ এটি পানি ও ধুলা প্রতিরোধে সক্ষম। এছাড়া, মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি থাকায় এটি দৈনন্দিন ব্যবহারে আরও নির্ভরযোগ্য। সাউন্ড সিস্টেমে থাকছে ডলবি অডিও প্রযুক্তি, যা গান, গেম বা ভিডিওর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে যাচ্ছে মটোরোলা এজ ৭০। চীনের বাজারে এটি আসবে মটো এক্স৭০ এয়ার নামে। দীপাবলির পরবর্তী সময়ে স্মার্টফোন বাজারে এটি হতে পারে অন্যতম আলোচিত মডেল।
দ্রুত চার্জিং, উন্নত ক্যামেরা, পাতলা ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স এই সব কিছুর সমন্বয়ে মটোরোলা এজ ৭০ হতে যাচ্ছে একটি অল-রাউন্ডার স্মার্টফোন। বিশেষ করে যারা স্বল্প সময়ে বেশি চার্জ চান, তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ।
২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা আনছে অনার
তরুণদের আকর্ষণ ‘স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি’