ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘GT’ সিরিজে রিয়েলমি আনছে এক নতুন চমক

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১০:১৮ এএম

বিশ্বজুড়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের ‘GT’ সিরিজে আনছে এক নতুন চমক। চলতি মাসের মঙ্গলবার (২১ অক্টোবর) চীনে উন্মোচন হতে যাচ্ছে রিয়েলমি GT 8 সিরিজ, যার মধ্যে GT 8 Pro মডেলটি ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়ছে। বিশাল ব্যাটারি, সুপার ফাস্ট চার্জিং, দারুণ ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইন সবকিছু একসাথে থাকছে এই ফোনে।

রিয়েলমি প্রকাশিত অফিসিয়াল পোস্টারে নিশ্চিত করা হয়েছে, GT 8 Pro ফোনটিতে থাকবে ৭০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি, যা বর্তমানে বাজারে থাকা অধিকাংশ ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় অনেক বেশি।

ব্যাটারির সঙ্গে থাকছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা ফোনটিকে মাত্র ১৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম। এছাড়াও থাকবে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা ও ‘বাইপাস চার্জিং’ ফিচার যা ফোন গরম হওয়া কমাবে, বিশেষ করে গেম খেলার সময়।

এত বড় ব্যাটারি থাকার পরও ফোনটির পুরুত্ব মাত্র ৮.২০ মিমি, যা একে করে তুলেছে দৃষ্টিনন্দন ও স্লিম।

ডিসপ্লে ও ডিজাইনে থাকবে প্রিমিয়াম টাচ

  • তথ্যে জানা গেছে, GT 8 Pro মডেলটিতে থাকবে
  • ৬.৭৮ ইঞ্চির OLED 2K রেজোলিউশন স্ক্রিন
  • ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট
  • ডলবি ভিশন সাপোর্ট
  • এবং আন্ডার-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
    যা দ্রুত ও নিরাপদ আনলক সুবিধা দেবে।

ক্যামেরায় নতুন উদ্ভাবন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ক্ষেত্রেও রিয়েলমি GT 8 Pro হতে যাচ্ছে একটি বিপ্লব।
ফোনটিতে থাকবে

  • ৫০ মেগাপিক্সেল রিকো সার্টিফায়েড প্রধান ক্যামেরা (OIS সাপোর্টেড)
  • ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স
  • ২০০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (সম্ভবত Samsung HP5)

ফোনটি ১২০ fps গতিতে ৪কে ভিডিও ধারণ করতে পারবে।

সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এতে থাকছে পরিবর্তনযোগ্য ক্যামেরা মডিউল, যা ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী ক্যামেরা লেন্স পরিবর্তনের সুবিধা দেবে।

অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি UI ৭, যেখানে আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংযোজন, পারফরম্যান্স টিউনিং ও কাস্টমাইজেশন অপশন থাকবে।

চীনে আনুষ্ঠানিক উন্মোচনের দিন মঙ্গলবার (২১ অক্টোবর), যেখানে রিয়েলমি তাদের GT 8 ও GT 8 Pro মডেল দুটি প্রদর্শন করবে। বিশাল ব্যাটারি, অতি-দ্রুত চার্জিং, প্রিমিয়াম ডিসপ্লে ও ক্যামেরা ফিচার সবকিছু মিলিয়ে GT 8 Pro হতে যাচ্ছে বাজারে এক নতুন মাইলফলক।

NB/SN
আরও পড়ুন