ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সেরা ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরসহ অপোর দুই মডেল বাজারে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম

বিশ্ববাজারে একসঙ্গে উন্মোচন হলো অপোর নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Oppo Find X9 এবং Find X9 Pro। নভেম্বরে ভারতে লঞ্চ হওয়ার কথা থাকলেও কোম্পানি এর আগেই আন্তর্জাতিকভাবে সিরিজটির পর্দা উন্মোচন করেছে। উন্নত সেন্সর, শক্তিশালী প্রসেসর ও প্রিমিয়াম ক্যামেরা প্রযুক্তির কারণে সিরিজটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Find X9 Pro-তে কিছু প্রিমিয়াম ফিচার অন্তর্ভুক্ত। Pro ভার্সনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং ৩৬০০ নিটস পিক ব্রাইটনেস। অন্যদিকে Find X9 ফোনে রয়েছে ৬.৫৯ ইঞ্চির AMOLED প্যানেল। উভয় ফোনে IP৬৬ + IP৬৮ + IP৬৯ রেটিং থাকায় ধুলো ও জলের বিরুদ্ধে অতিরিক্ত স্থায়িত্ব রয়েছে।

Oppo Find X9 সিরিজের উভয় ডিভাইসে MediaTek Dimensity ৯৫০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। র‍্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনগুলো Android ১৬-ভিত্তিক ColorOS ১৬ সংস্করণের সঙ্গে পাওয়া যাবে, যার মধ্যে ৫টি OS আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি রয়েছে।

Pro মডেলটিতে ৮০ ওয়াট তারযুক্ত এবং ৫০ ওয়াট ওয়্যারলেস দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। Find X9 Pro-তে Hasselblad দ্বারা সুরক্ষিত ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে, যেখানে OIS সহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। সামনের দিকে ৫০ মেগাপিক্সেল শ্যুটার আছে।

Find X9-এও ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মধ্যে OIS সহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত।

NB/AHA
আরও পড়ুন