ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইতিহাসে যেভাবে যুক্ত হয় ৩০ ফেব্রুয়ারি

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম

আমরা জানি প্রতি চার বছর পর পর ৩৬৫ দিনের জায়গায় ৩৬৬ দিন আসে যাকে আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ বলে থাকি। তবে ইতিহাসে শুধুমাত্র একবার এমন সময় এসেছিল যখন ক্যালেন্ডারে ৩০ ফেব্রুয়ারি যোগ করতে হয়েছিল। সুইডেন ১৭১২ সালের ক্যালেন্ডারে ডাবল লিপ ইয়ারের অংশ হিসেবে ৩০ ফেব্রুয়ারি যুক্ত করেছিল। কিন্তু মজার বিষয় হলো ৩০ ফেব্রুয়ারিতে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা কখনই সত্যিকারের জন্মদিন উদযাপন করতে পারেননি।

সুইডেন যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণের সিদ্ধান্ত নেয়, তখন তারা লিপ ইয়ার দিনগুলোকে একসাথে বাদ দিতে চায়নি। তারা ধীরে ধীরে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়াই উপযুক্ত বলে মনে করেন। এই কারণে তারা ৪০ বছরের জন্য লিপ ইয়ারের দিনগুলো এড়িয়ে যায়। 

তবে তাদের অনুসরণ করা জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে ১৭০০ সালে একটি লিপ ইয়ার ছিল, কিন্তু তারা ফেব্রুয়ারি মাস শুধুমাত্র ২৮ দিনেই কাটায়। একইভাবে ১৭০৪, ১৭০৮ সাল লিপ ইয়ার হলেও তারা ফেব্রুয়ারি মাস ২৮ দিনেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন।

কিন্তু সেসময়ে যুদ্ধ শুরু হওয়ায় ও অন্যান্য অগ্রাধিকারমূলক কাজের মধ্যে এই লিপ ইয়ার না কাটানোর পরিবর্তনের কথা ভুলে যায় তারা। কিছু বছর পর সম্রাট দ্বাদশ চার্লস বুঝতে পেরেছিলেন যে সুইডেনের ক্যালেন্ডারটি জুলিয়ান বা গ্রেগরিয়ান কোনটিই নয়।

পরে তিনি ক্যালেন্ডার প্রণয়নে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। তবে যেহেতু তারা ১৭০০ সালের অধিবর্ষ বাদ দিয়েছিল, তাই তিনি আদেশ দেন যে ১৭১২ সালের ২৯ ফেব্রুয়ারির পাশাপাশি আরেকটি অতিরিক্ত দিন যোগ করা হবে। এভাবে ৩০ ফেব্রুয়ারি তারিখটি জুলিয়াস সিজারের সময় থেকে ইতিহাসে প্রথম এবং একমাত্র বারের জন্য তৈরি হয়েছিল।

IL/FI
আরও পড়ুন