ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল

অক্সিজেন সমস্যায় অপারেশন থিয়েটার বন্ধ

আপডেট : ০১ মে ২০২৪, ০৯:০৩ এএম

রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আইসিইউর এসি (শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র) নষ্ট এবং অপারেশন থিয়েটারে অক্সিজেন সরবরাহে সমস্যায় গত তিনদিন অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীরা ভোগান্তিতে পড়েছেন।

অন্যদিকে হার্ট অ্যাটাক ও ক্যাথল্যাবে হার্টে রিং পরানোসহ হৃদরোগে আক্রান্ত জটিল রোগীদের চিকিৎসার জন্য করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) বেশকিছু এসি নষ্ট হয়ে আছে। এতে করে জটিল ও সংকটাপন্ন রোগীরা দুর্ভোগে পড়েছেন। রোগীদের কারো কারো রক্তচাপ কমে যাচ্ছে।

সরেজমিনে ঢাকার গুরুত্বপূর্ণ এ হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, অক্সিজেন সরবরাহে সমস্যা থাকায় অপারেশন থিয়েটারে আজও অস্ত্রোপচার হয় নি। এছাড়া আইসিইউতে এসি নষ্ট থাকায় নতুন করে নতুন রোগী আসে নি। এছাড়া ধারণক্ষমতা বেশি থাকলেও আইসিইউতে মাত্র ১১জন রোগী ভর্তি আছে। তাছাড়া সিসিইউতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত থাকার কথা থাকলেও সেখানে রোগীরা প্রত্যেকে আলাদাভাবে ফ্যান কিনে গরম থেকে বাঁচার উপায় খুঁজছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র নার্স বলেন, গত ২২ ফেব্রুয়ারি সিসিইউর কয়েকটি এসির তার চুরি হয়। এরপর আরো কয়েকটি এসি বেশকিছু দিন ধরেই বিকল হয়ে আছে। এতে সিলিং ফ্যান দিয়ে কোনরকমে কাজ চলছে। তবে আজকে সকালে এসির মেকানিক এসে দেখে গেছে। আশা করি দুয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।

অন্যদিকে হার্টে রিং পরানোর পর তুলনামূলক কম ঝুঁকিতে থাকা রোগীদের রাখা হয় হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ)। এই ইউনিটে করোনার পূর্বে এসি থাকলেও বর্তমানে সেখানে কোনো এসি নেই। সেখানে গিয়ে দেখা যায়, রোগীরা গরমে হাঁসফাঁস করছেন। প্রত্যেকে আলাদা করে টেবিল ফ্যান কিনে চালাচ্ছেন কিন্তু তাতেও কাজ হচ্ছে না। এতে করে ঝুঁকিপূর্ণ রোগীরা আরো বেশি ঝুঁকিতে পড়ছেন। 

এই ইউনিটে কথা হয় নোয়াখালী থেকে আসা রোগী মো. ইদ্রিস আলীর (৬৫) সাথে। তিনি জানান, তীব্র বুকব্যাথা নিয়ে দুইদিন আগে এই হাসপাতালে ভর্তি হন। ডাক্তাররা কয়েকটি পরীক্ষা দিয়েছেন, সেগুলোর রিপোর্ট পেলে তারপর চিকিৎসা শুরু হবে। এসময় তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিলো এবং তিনি গরমে খুব কষ্ট করছেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম মনজুরুল আলম দৈনিক খবর সংযোগকে বলেন, আইসিইউতে এসির সরঞ্জাম এনে সারানোর কাজ চলতেছে। আর অপারেশন থিয়েটারের অক্সিজেন সরবরাহ ঠিক করা হয়েছে। মঙ্গলবার থেকে অস্ত্রোপচার করা যাবে সেখানে। বিস্তারিত জানতে আপনি পরিচালক স্যারের সাথে কথা বলতে পারেন।

এ বিষয়ে জানতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায় নি।

NC/WA
আরও পড়ুন