একনজরে আজকের খেলার সূচি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ এএম

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ এক জমজমাট রোববার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১২তম আসরের হাইভোল্টেজ ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাইয়ে শিরোপা নির্ধারণী এই মহারণটি শুরু হবে সকাল ১১টায়।

ক্রিকেটের পাশাপাশি সাদা পোশাকে লড়াই চলছে অ্যাডিলেড টেস্টে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার এই গুরুত্বপূর্ণ ম্যাচের আজ পঞ্চম দিন। অন্যদিকে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলাও আজ মাঠে গড়াবে।

ফুটবল ভক্তদের জন্য রাতে থাকছে লা লিগার উত্তেজনা। ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী বার্সেলোনা।

একনজরে আজকের খেলার সূচি

ক্রিকেট:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ফাইনাল): ভারত বনাম পাকিস্তান, সকাল ১১টা (সরাসরি, টি স্পোর্টস)।

অ্যাডিলেড টেস্ট (৫ম দিন): অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ভোর ৫:৩০ মিনিট (সরাসরি, স্টার স্পোর্টস ১)।

নিউজিল্যান্ড-উইন্ডিজ টেস্ট (৪র্থ দিন): ভোর ৪টা (সরাসরি, সনি স্পোর্টস ৫)।

ফুটবল:

লা লিগা: ভিয়ারিয়াল বনাম বার্সেলোনা, রাত ৯:১৫ মিনিট (সরাসরি, বিগিন অ্যাপ)।

DR/SN
আরও পড়ুন