ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নিরাপত্তা ইস্যুতে বিসিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন বিসিবি সভাপতি।

আমিনুল ইসলাম বুলবুল জানান, খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পন্সর ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বিসিবি তার অবস্থানে অনড় থাকবে।

তিনি বলেন, ‘খেলোয়াড়দের দেখাশোনা করা আমাদের প্রাথমিক দায়িত্ব হলেও সাংবাদিক ও সমর্থকদের একটি বিশাল জনগোষ্ঠী এর সঙ্গে জড়িত। আইসিসি আমাদের কাছে সুনির্দিষ্ট সমস্যাগুলো জানতে চেয়েছে এবং আমরা তা লিখিতভাবে জানাচ্ছি।’

অন্য দেশগুলো খেলতে রাজি হলেও বাংলাদেশের আপত্তির যৌক্তিকতা তুলে ধরে তিনি মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার প্রসঙ্গটি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘নিরাপত্তার অজুহাতে যখন মোস্তাফিজের মতো খেলোয়াড়কে বাদ দেওয়া হয়, তখন পুরো দেশের মানুষের নিরাপত্তা অবশ্যই উদ্বেগের বিষয়।” এছাড়া শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয় এমন খবরকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে নাকচ করে দেন তিনি।

বিসিবি সভাপতি স্পষ্ট জানান, অতীতে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে না যাওয়ার নজির রয়েছে। তাই নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে বিসিবি কোনো ছাড় দেবে না। তবে মাঠের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হচ্ছে না এবং বিপিএলের মাধ্যমে জাতীয় দলকে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে।

DR/FJ
আরও পড়ুন