সবার আগে, সবার ওপরে থেকে প্লে অফে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকা ক্যাপিটালকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে তারা। একই সাথে প্লে অফে তুলে এনেছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সকে।
ঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ দিয়ে সোমবার (১২ জানুয়ারি) শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্ব। সিলেট পর্বের শেষ ম্যাচে সোমবার ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী। জয়ের নায়ক তানজিদ তামিম।
ঢাকাকে ১৩১ রানে থামিয়ে জয়ের অর্ধেক কাজ করে রেখেছিলেন রিপন মণ্ডল ও আবদুল গাফফার সাকলাইন। এরপর তামিমের ৪৩ বলে ৭৬ রানের ইনিংসে ভর করে ১৬.১ ওভারেই জিতে যায় রাজশাহী।
অবশ্য ঝড়টা তোলা শুরু করেন মোহাম্মদ ওয়াসিম। তবে ১৩ বল স্থায়ী ঝড়ে ২২ রান আসে। এরপর দায়িত্ব নেন তামিম। যদিও নাজমুল হোসেন শান্ত (৫) ফিরে গেলেও তামিম খেলতে থাকেন তার মতোই।
১৪ ওভার শেষে তামিম ফেরেন ৭ চার ও ৫ ছক্কা নিয়ে। বাকি কাজটা সারেন মুশফিকুর রহিম (১২*) ও জিমি নিশাম (১৪*)।
এর আগে, চলতি বিপিএলে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পান রিপন মন্ডল। ইনিংসের শেষ ৩ বলে নেন ৩ উইকেট। তবে তার চেয়েও এগিয়ে ছিলেন সাকলাইন, ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
ঢাকার হয়ে আজো ব্যর্থ ছিলেন সাইফ হাসান। আগের ম্যাচে ২ বলে ০ রানে ফেরার পর আজ আউট হন প্রথম বলেই। এই নিয়ে আসরে ৭ ইনিংসের পাঁচটাতেই ফিরলেন দু’ অঙ্কের আগেই। সব মিলিয়ে ৬৬ বল খেলে তার রান ৪৮, গড় ৬.৮৫।
ঢাকা তিন অঙ্কে পৌঁছায় উসমান খানের ২৭ বলে ৪১ রানের ইনিংসে। নাসির হোসেন ২৪ ও ১৪ রান করেন সাব্বির রহমান। বাকিদের কেউ বলার মতো রান পাননি।
উল্লেখ্য, ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী। চট্টগ্রাম ও সিলেটের পয়েন্ট সমান ১০ পয়েন্ট। এই তিন দলই নিশ্চিত করেছে প্লে অফ। বাকি এক জায়গা নিয়ে রংপুর, নোয়াখালী ও ঢাকার মাঝে লড়াই হবে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের যুবক নিহত
