ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পারলো না বসুন্ধরা কিংস

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ এএম

পারলো না বসুন্ধরা কিংস। ভুবনেশ্বরে ওড়িষার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপের জোনাল সেমিফাইনাল প্লে অফ খেলত কিংস। কিন্তু এএফসি কাপ বসুন্ধরা কিংসের জন্য এক হতাশার নাম হিসেবেই থাকল। রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে উল্টো ওড়িষা ১-০ গোলে কিংসকে হারিয়ে পরের পর্বে খেলবে।

ম্যাচের টার্নিং পয়েন্ট কিংসের ফুটবলার আসর গফুরভের লাল কার্ড। প্রথমার্ধের ইনজুরি সময়ে নিজেদের অর্ধে পেছনে থাকা একটি ট্যাকল করেন গফুরভ। সেই ট্যাকল অবশ্য খুব বিপদজনক ছিল না। কিন্তু ভিয়েতনামের রেফারি সরাসরি লাল কার্ড দেখান। কিংসের ফুটবলার ও ডাগআউট এই সিদ্ধান্ত মেনেই নিতে পারেনি। বিশেষ গফুরভ কান্নাও করেছেন মাঠ ছাড়তে ছাড়তে। কিংসের স্পেনিশ কোচ টাচলাইনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। এজন্য তাকেও একটি হলুদ কার্ড দেখিয়েছেন কোচ। বিরতির সময়ও কিংস কোচ প্রতিবাদ অব্যাহত রাখেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দশ জন নিয়ে কিংসের বিপক্ষে ঝাপিয়ে পড়ে ওড়িষা এফসি। ৬১ মিনিটে কর্ণার থেকে ওড়িষার বিদেশি ফুটবলার এম ফল বক্সের মধ্যে লাফিয়ে হেডে গোল করেন। কিংসের ডিফেন্ডার ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের এতে কিছুই করার ছিল না।

গোল হজমের আগে কিংস সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন। বক্সের মধ্যে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। সেই গোল মিসের খেসারত কিংসকে বড় আকারেই দিতে হয়েছে।

ওড়িষা ম্যাচে লিড নেয়ার পর কিংস সমতা আনার মতো সুযোগ আর তৈরি করতে পারেনি। এক জন ফুটবলারের শূন্যতা বাকি সময় স্পষ্ট হয়েছে প্রতিক্ষণেই। কিংসের কোচ দ্বিতীয়ার্ধে মোরসালিন ও সোহেল রানার মতো অ্যাটাকিং মিডফিল্ডার নামান। তারা অবশ্য এই ম্যাচে আক্রমণে তেমন কিছু করতে পারেননি।

ওড়িষা ম্যাচের শেষ দিকে খেলা স্লো করেছে অনেক। পাশাপাশি অহেতুক পড়ে গিয়ে সময় নষ্ট করে কিংসের ফুটবলারদের মনোযোগ নষ্ট করেছে। রেফারি এক্ষেত্রে খুব কড়া ভূমিকা দেখাননি। এর প্রতিবাদ হিসেবে কিংসের কোচ অস্কার টাচলাইন থেকে তালি বাজান।

সাত মিনিট ইনজুরির ষষ্ঠ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় কিংস। রবসনের নেয়া শট ওড়িষার ডিফেন্ডারের গায়ে লেগে কর্ণার হয়। শেষ মিনিটে টানা দুই কর্নার পেয়েও ম্যাচে সমতা আনতে পারেনি কিংস।

আরও পড়ুন