ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিফা ক্লাব বিশ্বকাপ

শুভ সূচনা সৌদি ক্লাব আল ইত্তিহাদের

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫১ পিএম

ক্লাব বিশ্বকাপ ফুটবলে শুভ সূচনা করেছে সৌদি আরব চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। করিম বেনজেমার দল প্রথম পর্বের খেলায় অকল্যান্ড সিটিকে হারিয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৩-০ গোলে জয় পেয়েছে দলটি। এ জয়ে ইত্তিহাদ দ্বিতীয় রাউন্ডে পৌঁঁছেছে। জয়ী দলের হয়ে রোমারিনহো, এনগোলা কান্তে ও করিম বেনজেমা গোল করেন।

২০০৫ সালে টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার পর আল ইত্তিহাদ আর এ টুর্নামেন্টে খেলার সুযোগ পায়নি। দীর্ঘ দেড় যুগ পর সুযোগ পেয়েই প্রথম ম্যাচে স্পষ্ট আধিপত্য করেছে। প্রথমার্ধেই তারা জয়ের কাজটি সেরে নেয়। তিনটি গোলই হয় এ অর্ধে। আগামী শুক্রবার তারা একই মাঠে আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলি ক্লাবের মুখোমুখি হবে। এই দুই দলের খেলায় জয়ী দল সেমিফাইনালে কোপা লিবারতাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের ফ্লুমিনেজের মোকাবেলা করবে।

স্বাগতিক দল প্রথম গোল পায় ২৯ মিনিটে। প্রতিপক্ষের রক্ষণভাগের শরীরে লেগে ফিরে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে আল ইত্তিহাদকে এগিয়ে নিয়েছিলেন রোমারিনহো। এ গোল যেন অকল্যান্ড সিটির গোলের দরজা খুলে দেয়। তাইতো দ্বিতীয় গোল পেতে মোটেও দেরি করতে হয়নি ইত্তিহাদকে।পাঁচ মিনিট পরই কান্তে গোল সংখ্যা দ্বিগুণ করেন।

ছয় মিনিট পর করিম বেনজেমা গোলসংখ্যা তিনে উন্নীত করেন। এ গোলের মাঝ দিয়ে করিম বেনজেমা অসাধারণ এক কীর্তি গড়েছেন। ক্লাব বিশ্বকাপের প্রথম খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে গোল করার রেকর্ড গড়েছেন তিনি।

AH
আরও পড়ুন